বিশ্বকাপের আগে বিতর্ক, কাতারে সাংবাদিক নিগ্রহ!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 03:03:26

কাতার বিশ্বকাপে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। বিতর্কের তালিকায় এবার যুক্ত হয়েছে সাংবাদিকদের হেনস্থা। বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে কাতারে বিশ্বকাপ আয়োজক কমিটি। দোহার রাস্তায় সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়া এবং ক্যামেরা ভাঙার হুমকির ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে।

দোহার রাস্তায় দাঁড়িয়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিশ্বকাপ সংক্রান্ত আপডেট দিচ্ছিলেন ডেনমার্কের টিভি ২ চ্যানেলের সাংবাদিক রাসমাস টান্টহল্ট। হঠাৎসেখানে হাজির হন তিনজন, যারা বিশ্বকাপ আয়োজক কমিটির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তারা ছবি তোলায় বাধা দেন। ক্যামেরার লেন্স চেপে ধরা হয়। ভিডিওতে দেখা যায় ঘটনায় উত্তেজিত সাংবাদিক বিশ্বকাপের পরিচয়পত্র ও ভিডিও তোলার অনুমতিপত্র দেখিয়ে দাবি করছেন, পাবলিক প্লেসে এভাবে ছবি তোলায় বাধাদান করা যায় না।

ভিডিওতে আরও দেখা গেছে, ওই সাংবাদিক বলছেন, আপনারা গোটা বিশ্বকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে কেন আমরা ছবি তুলতে পারব না? আপনি ক্যামেরা ভেঙে দিতে চান? আপনি ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন? এই দৃশ্য ভাইরাল হতে সময় লাগেনি। সংবাদমাধ্যমের কাজে নিয়মবিরুদ্ধভাবে হস্তক্ষেপের প্রতিবাদে সমালোচনার ঝড় ওঠে।

এরপর এক বিবৃতিতে সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি জানিয়েছে, ওই সাংবাদিকদের সচিত্র পরিচয়পত্র দেখার পর সেখানে কর্মরত নিরাপত্তারক্ষীরা ক্ষমা চেয়ে নিয়েছেন। এরপর সেখান থেকে সরাসরি সম্প্রচারের কাজ চালিয়ে গেছেন সাংবাদিকরা।

কাতারে বিশ্বকাপ আয়োজকর কমিটি ডেনমার্কের চ্যানেলের সাংবাদিকের সঙ্গে কথা বলেছে।বিশ্বকাপ চলাকালীন যেখানে ভিডিও তোলা যাবে সেই সব জায়গায় সংবাদমাধ্যমের কাউকে বাধার মুখে যাতে পড়তে না হয় সে ব্যাপারে নির্দেশনাও পৌঁছে গেছে সংশ্লিষ্টদের কাছে।

উল্লেখ্য, কাতারে অভিবাসী শ্রমিকদের ওপর শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বকাপের আসরেও অনেক দেশই প্রতিবাদ জানাবে। তার মধ্যে অন্যতম ডেনমার্ক। ডেনমার্ক দল জার্সিতে বিশেষ ধরনের ব্যাজ পরবে প্রতিবাদ জানাতে। শ্রমিকদের অধিকার রক্ষার দাবি জানানোর বার্তা দিতে বিশেষ লোগোও থাকবে। গ্রুপ পর্যায়ে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া ম্যাচের জন্য সেই জার্সিগুলি প্রস্তুত। এমনকি রাখা হয়েছে কালো জার্সিও। এর মাধ্যমে কাতারে বিশ্বকাপের অবকাঠামো তৈরির কাজ করতে গিয়ে যে নির্মাণ শ্রমিকরা মারা গেছেন তাদের প্রতি শোকপ্রকাশ করার পরিকল্পনাও রয়েছে ডেনমার্কের।

এ সম্পর্কিত আরও খবর