বিশ্বকাপের খরা কাটাতে কাতারে মেসিরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:24:20

আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোল উৎসব করে কাতারে পা রাখলেন লিওনেল মেসিরা। বুধবার ৫-০ গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে বিশ্বকাপে অংশ নিতে কাতারে গেলো আর্জেন্টিনা দল।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কাতারের পৌঁছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন ভক্তরা বিমানবন্দরে জড়ো হয়ে মেসিদের স্বাগত জানায়।

রোববার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার এবারের গ্রুপ প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। গ্রুপ পর্বের বাধা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সহজেই পেরিয়ে যাবে, এমনটা মনে করছেন অনেকে।


ইউনিভার্সো ভালদানো শো-য়ে মেসি বললেন, ‘আজকাল সব জাতীয় দলের বিপক্ষে খেলা কঠিন। প্রত্যেক দল বিশ্বকাপে হতে যাচ্ছে কঠিন, তাদের সহজে হারানো যাবে না। ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমাদের অনেক বেশি ম্যাচ খেলা হয়নি। যদিও তারা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না, দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষেও খেলা কঠিন।

বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে অংশ নেবে আর্জেন্টিনা, কিন্তু ধাপে ধাপে এগোতে হবে বললেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী, ‘আমরা ভালো ফর্মে থেকে ফাইনালসে যাচ্ছি। কিন্তু আমরা ফেভারিট এবং এটা জিতবো, এই হাইপে বিশ্বাস করার ফাঁদে আমাদের পা দিলে চলবে না। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ধাপে ধাপে এগোতে হবে।


এর আগে ৩৬ বছরের বিশ্বকাপের খরা কাটানোর জন্য মেসি-মারিয়ারা কাতার পাড়ি দেন এয়ার বাস এ৩৩০-২০০ মডেলের বিমানে করে। এই বিশেষ প্লেনে লিওনেল মেসি, ডি মারিয়াদের ছবি আঁকা রয়েছে। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগোও রয়েছে উড়োজাহাজে।

প্লেনের গায়ে লেখা রয়েছে ‘একটা দল, একটা দেশ, একটা স্বপ্ন’ এই স্লোগানটি। ২ বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা শেষ বার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৩৬ বছর। আর বিশ্বকাপের স্বাদ পায়নি নীল-সাদা জার্সি-ধারীরা।

এ সম্পর্কিত আরও খবর