জার্মানির ফুটবলারদের অভিনব প্রতিবাদ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:48:57

কাতার বিশ্বকাপে নিজেদের মিশনের শুরুতেই অঘটনের শিকার হয়েছে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি। জাপানের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে তারা। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার ধরাশায়ী হওয়ার পর এটি এবারের বিশ্বকাপের দ্বিতীয় অঘটন।

তবে মাঠে নামার আগে নিজেরাই ঘটিয়ে বসেছে আরেক অঘটন। জার্মান ফুটবলারদের অদ্ভুত এক কাণ্ডে অবাক হয়েছে পুরো বিশ্ব। 

বল মাঠে গড়ানোর আগে দলীয় ফটোসেশনে দাঁড়িয়ে হাত দিয়ে নিজেদের মুখ চেপে ধরেন জার্মান ফুটবলাররা! সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কেন এমনটা করল জার্মানির খেলোয়াড়রা? 

বিশ্বকাপের আগে ইংল্যান্ড, জার্মানি, ওয়েলসসহ আরও বেশ কয়েকটি দেশ সমকামী, রূপান্তরকামীদের সমর্থনে ‘ওয়ান লাভ’ নামের আর্মব্যান্ড পরে মাঠে নামার ঘোষণা দিয়েছিল। কিন্তু ফিফা তাতে বাধ সাধে। 

ফুটবল দুনিয়ার অভিভাবক সংস্থাটি সাফ জানিয়ে দেয়, এমনটা করলে দেখতে হবে হলুদ কার্ড। ‘ওয়ান লাভ’ আর্মব্র্যান্ড পরতে না দেয়ার প্রতিবাদ হিসেবেই মুখ চেপে ধরেছিল জার্মান ফুটবলাররা।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় না গেয়ে দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বাদ করেছিল ইরানের ফুটবলাররা। দেশটিতে চলমিন নারী আন্দোলনের প্রতি সমর্থন দিতেই এমন করেন খেলোয়াড়রা। 

এ সম্পর্কিত আরও খবর