শঙ্কা উড়িয়ে ব্রাজিল কোচ জানালেন, ‘নেইমার বিশ্বকাপ খেলবেন’

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:18:34

কাতার বিশ্বকাপে সার্বিয়াকে হারিয়ে হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। তবে জয়ের পরও নেইমারের ইনজুরি নিয়ে হঠাৎ অস্বস্তি দেখা যায় ব্রাজিল শিবিরে। ভক্তদের মধ্যেও ছড়িয়ে পড়ে শঙ্কা। ২০১৪ সালের মতো আবারও কি বিশ্বকাপ শেষ হয়ে গেলো নেইমারের?

সার্বিয়ার সঙ্গে ব্রাজিলের ২-০ গোলের জয়ের পর উদযাপনে অস্বস্তি হয়েছে নেইমারের চোট। ম্যাচ শেষে একটি ছবি ভাইরাল হয়েছে। নেইমার খালি পায়ে বেরিয়ে আসছেন মাঠ থেকে। ডান অ্যাংকেলটা যে বেশ ফুলে গেছে, খালি চোখেই বোঝা যাচ্ছিল। তখনও মুখ দেখে বোঝা যাচ্ছিল ভালো কিছু হয়নি।

তবে সুসংবাদ দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। ব্রাজিলের বিশ্বকাপ দলের সঙ্গেই থাকছেন নেইমার বলে জানিয়েছেন তিনি। তিতে বলেন, ‘চিন্তার কিছু নেই। নেইমার বিশ্বকাপ খেলবেন। সবাইকে এটা নিশ্চিত করলাম। খেলা শেষে প্রাথমিক চিকিৎসার পর নেইমার সুস্থতা অনুভব করছেন। সেও চাচ্ছে না এখনই হাল ছেড়ে দিতে। দ্রুতই স্কোয়াডে ফিরে আসবে নেইমার।’

শুক্রবার (২৫ নভেম্বর) ব্রাজিলিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনা ব্রাজিল-সার্বিয়ার ম্যাচের দ্বিতীয়ার্ধে। মিলেঙ্কোভিচের ট্যাকলে অ্যাংকেলে চোট পান নেইমার। শুরুতে বোঝা যায়নি কিছু, খেলে যাচ্ছলেন। চোট পাওয়ার প্রায় ১১ মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। পরে তিতে বলেছেন, তিনিও বুঝতে পারেননি নেইমার অমনভাবে চোট পেয়েছেন। এই চোট নিয়েই দলের জন্য খেলে গেছেন মাঠে, সতীর্থদেরও তেমন কিছু বুঝতে দেননি।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছিলেন, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বোঝা যাবে নেইমারের চোটের অবস্থা।

প্রসঙ্গত, ২০১৪ বিশ্বকাপে চোট পেয়ে সেমিফাইনালে খেলা হয়নি নেইমারের। খেলা হয়নি ২০১৯ কোপাতেও। এই বছরও চোটের সমস্যায় ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর