আমিরাতের কাছেও হার!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 02:09:48

বিস্ময়কর! আসলেই তাই। চ্যাম্পিয়ন হওয়ার মিশনে গিয়ে শুরুতেই হোঁচট। তাও আবার সংযুক্ত আরব আমিরাতের কাছেই ধরাশায়ী বাংলাদেশ। নীচের সারীর সেই দলটির সামনে রীতিমতো উড়ে গেল নুরুল হাসান সোহানের দল। ইমার্জিং টিমস এশিয়া কাপে বড় হারে শুরু হল বাংলাদেশের।

পাকিস্তানের করাচিতে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ৯৭ রানে হারাল বাংলাদেশকে। সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত করে ২৬৭ রান। বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৭০ রানে।

ইমার্জিং টিমস এশিয়া কাপ মূলত অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্ট। কিন্তু সহযোগী দেশগুলোর জাতীয় দল খেলছে টুর্নামেন্টে। আর বাংলাদেশের দলে আছে সিনিয়র চার ক্রিকেটার। শক্তিশালী সেই দল কীনা আমিরাতের কাছে হেরেই গেল!

হিসাবের ছক উল্টে দিয়ে শুরুতেই ছিল চমক। এমন কী টস ভাগ্যও সঙ্গে ছিল আমিরাতের। ব্যাট করতে নেমে মধ্যপ্রাচ্যের দেশটিকে দুর্দান্ত সূচনা এনে দেন আশফাক আহমেদ ও রোহান মোস্তফা। দু'জন গড়েন ১০২ রানের উদ্বোধনী জুটি। ৭০ বলে ৪০ রান করেন অধিনায়ক রোহান। আশফাক ১৬ চার ও ১ ছক্কায় ৯৩ বলে করেন ৯৮ রান। তাকে ফেরান কিছুদিন আগে টেস্ট অভিষিক্ত সৈয়দ খালেদ আহমেদ।

এরপর শাব্বের করেন ৫২ রান করে। শাইমান আনোয়ারের ৩৪ বলে ৩৪ রানে ভাল পুঁজি পায় আমিরাত।

বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৫৫ রানে নেন ৪ উইকেট। খালেদ ৩ উইকেট নিলেও ১০ ওভারে রান দেন ৬৫ রান। ১ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

এরপর ব্যাট করতে নেমে কখনোই মনে হয়নি ম্যাচটি জিততে যাচ্ছে বাংলাদেশ। শুরুতেই সাজঘরের পথ ধরেন ওপেনার জাকির হাসান ও ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। তবে ওপেনার মিজানুর রহমান কিছুটা সময় লড়েছেন। ৪৩ রানে ফিরেন মিজানুর। এরপর ২০ রানে ইয়াসির আউট হয়েই বিপাকে পড়ে যায় ফেভারিটরা। এরপর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন ও অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থ। এ পর্যায়ে বাংলাদেশ ৬ উইকেট ৮০ রান তুলে।

লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দৃঢ়তা না দেখালে আরো আগে শেষ হয়ে যেতো টাইগারদের ইনিংস। আফিফ হোসেন ১৭ বলে ১৮ করেন। শফিউল ইসলামের ব্যাটে ৩৫ বলে ৩২। আর শরিফুল ৩ ছক্কায় ২৫ বলে ৩১ তুলে বুঝিয়ে দেন এখানে দেখে-শুনে খেললে রান তোলা যেতো!।

আমিরাতের স্পিনার ইমরান হায়দার ৩৫ রানে নেন ৪ উইকেট। আহমেদ রাজাও শিকার করেন সমান উইকেট।

শুক্রবারই এই ধাক্কা সামলে উঠার সুযোগ থাকছে বাংলাদেশের। এদিন হংকংয়ের সঙ্গে লড়বে নুরুল হাসান সোহানের দল।

সংক্ষিপ্ত স্কোর-

সংযুক্ত আরব আমিরাত: ৪৯.৪ ওভারে ২৬৭/১০ (আশফাক ৯৮, শাব্বের ৫২, রোহান ৪০, শাইমান ৩৪; শফিউল ১/৪৩, খালেদ ৩/৬৫, আফিফ ০/২৬, তানভির ১/২৫, শরিফুল ৪/৫৫, মোসাদ্দেক ১/৫৩)।

বাংলাদেশ: ৩৬.৫ ওভারে ১৭০ (মিজানুর ৪৩, জাকির ৩, শান্ত ৮, ইয়াসির ২০, মোসাদ্দেক ০, নুরুল ০, আফিফ ১৮, তানভির ৩, শফিউল ৩২, শরিফুল ৩১*, খালেদ ৬; হায়দার ৪/৩৫, রাজা ৪/৫০, কাদির ১/১৮, নাভিদ ১/২৯)।

ফল: ৯৭ রানে জয়ী সংযুক্ত আরব আমিরাত

এ সম্পর্কিত আরও খবর