লিটনের পর আইপিএলে দল পেল সাকিবও

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪ | 2023-08-31 17:37:59

২০২৩ আইপিএলের নিলামে প্রথম দফায় অবিক্রিত থাকলে দ্বিতীয় দফায় ব্যাটার লিটন দাস ও সাকিব আল হাসানকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

শুক্রবার আইপিএলের নিলামের প্রথম দফায় বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের নাম ডাকা হলেও প্রথম দফায় আগ্রহ দেখায়নি কোনও ফ্রাঞ্চাইজি। আগের বারও আইপিএলের নিলামে কোনও ফ্রাঞ্চাইজি নেয়নি সাকিবকে। যদিও শেষ বেলায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে তুলে নিল কলকাতা ফ্যাঞ্চাইজি। কেকেআর দলে নিল বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটনকেও। দু’জনকেই তাদের ন্যূনতম দামে কিনেছে কলকাতা।

সাকিবকে ১ কোটি ৫০ লাখ টাকায় এবং লিটনকে ৫০ লাখ টাকায় কিনে নেয় দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সাকিবকে পাওয়ায় কেকেআরের ভারসাম্য বাড়বে বলেই মনে করা হচ্ছে। অন্য দিকে, লিটন উইকেট রক্ষার পাশাপাশি ব্যাট হাতে দলের ইনিংস ওপেন করতে পারেন।

তবে বোলার তাসকিন আহমেদকে নেয়নি কোনও ফ্রাঞ্চাইজি। তার ন্যূনতম দাম ছিল ৫০ লাখ টাকা।

উল্লেখ্য, আন্তর্জাতিক সূচির জন্য বাংলাদেশের ক্রিকেটাররা এবার পুরো আইপিএল খেলতে পারবেন না। সে কারণেই সাকিব, লিটনদের দলে নিতে তেমন আগ্রহী দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তাছাড়া গত এক বছর টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সও তেমন উল্লেখযোগ্য নয়। যদিও হাতে টাকা কম থাকা কেকেআর শেষ বেলায় বাংলাদেশের দুই ক্রিকেটারকে তুলে নিয়ে দলের শক্তি বাড়িয়েছে।

এ সম্পর্কিত আরও খবর