জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল বাংলাদেশ

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 07:48:35

তৃতীয় দিনের শেষ বিকেলে শুরু হওয়া রোমাঞ্চ টিকে থাকলো পরদিন সকালেও। শিশির ভেজা সকালে বাংলাদেশের আশার আলো আরও খানিকটা জ্বালিয়ে দিলেন সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ। ৬.৩ ওভারেই নেই ভারতের পরের তিন ব্যাটার। ভয়ঙ্কর হওয়ার আগেই শেষ ঋষভ পান্ত। থিতু হওয়া অক্ষর প্যাটেলকে ফিরিয়ে ততক্ষণে ম্যাচের লাগাম টেনে ধরে বাংলাদেশ। তবে মুমিনুল হকের ক্যাচ মিসে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। জীবন পেয়ে বাংলাদেশকে ম্যাচ থেকেই ছিটকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দারুণ ব্যাটিংয়ে সঙ্গ দিলেন শ্রেয়াস আইয়ার। শেষ পর্যন্ত বাংলাদেশের রঙিন স্বপ্নকে বিষাদে রূপ দিয়ে ভারতকে ৩ উইকেটের জয় এনে দিলেন আইয়ার-অশ্বিনের ৭১ রানের জুটি। বাংলাদেশকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন):

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২২৭/১০ (৭৩.৫ ওভার) (শান্ত ২৪, জাকির ১৫, মুমিনুল ৮৪, সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫, মিরাজ ১৫)

ভারত (প্রথম ইনিংস)- ৩১৪/১০ (৮৬.৩ ওভার) (পান্ত ৯৩, আইয়ার ৮৭; তাইজুল ৪/৭৪, সাকিব ৪/৭৯)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ২৩১/১০ (৭০.২ ওভার) (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, সোহান ৩১, তাসকিন ৩১*)

ভারত (দ্বিতীয় ইনিংস)- ১৪৫/৭ (৪৭ ওভার) (গিল ৭, রাহুল ২. পূজারা ৬, অক্ষর ৩৪, উনাদকাট ১৩, পান্ত ৯, অশ্বিন ৪২*, আইয়ার ২৯*; মিরাজ ৫/৬৩)

এ সম্পর্কিত আরও খবর