শেখ জামালের বিদায়, শেষ আটে শেখ রাসেল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 03:30:10

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তাদের। সামনে ছিল কঠিন সমীকরণ। জয়ই কেবল তাদের নিয়ে যেতো স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে। কিন্তু পারল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গ্রুপের শেষ ম্যাচে তাদের সঙ্গে ড্র করে শেষ আটে উঠে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচতে কেউ জিতেনি, কেউ হারেনি। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই ক্লাব। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেল গোলশূন্য ড্র করেছিল বসুন্ধরা কিংসের সঙ্গে।

২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল অবশ্য শনিবার দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিতে পারেনি। বরং শেখ জামালের ফুটবলাররাই ছিলেন দুর্দান্ত। শেখ রাসেলের ফুটবলাররা জানতেন ড্রই তাদের নিয়ে যেতে পারে পরের রাউন্ডে। তাই বাড়তি ঝুঁকি না নিয়ে খেলে গেছে দেখে-শুনে।

‘ডি’ গ্রুপ থেকে আগে স্বাধীনতা কাপের শেষ আটের টিকিট পেয়েছিল বসুন্ধরা কিংস। তাদের অর্জন ৪ পয়েন্ট। শেখ রাসেলের ২ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে। আর ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নবাগত বসুন্ধরা কিংসের কাছে প্রথম ম্যাচেই হার মানে তারা।

এ সম্পর্কিত আরও খবর