এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ইমরানুর রহমান। কাজাখস্তানে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার (১১ ফেব্রুয়ারি) ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন তিনি।
এই পদক জিততে ইমরানুর নিজের আগের রেকর্ড ভেঙেছেন। ফাইনালে তিনি ৬.৫৯ সেকেন্ড সময় নেন। এর আগে প্রতিযোগিতার সেমিফাইনালে দ্বিতীয় হন বাংলাদেশের দ্রুততম মানব। সেমিফাইনালে তার টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ডে। এর আগে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিলেন ইমরানুর। টাইমিং ছিল ৬.৭০ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড।
কাজাখস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব বলেছিলেন, এশিয়ার ইনডোরে ইমরানুরের পদক পাওয়ার সম্ভাবনা আছে। সেটি সত্য করে দেখালেন ইমরানুর।