পাকিস্তানকে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 05:10:24

টানা দুই জয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমি-ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টাইগাররা বুঝিয়ে দিয়েছে প্রথম ম্যাচটিতে হার ছিল নিছকই অঘটন। সংযুক্ত আমিরাতের কাছে হারে টুর্নামেন্টে পথচলা শুরু হয়েছিল দলের। সেই ধাক্কা সামলে প্রথমে হংকং এরপর রোববার পাকিস্তানকে হারাল লাল-সবুজের প্রতিনিধিরা।

‘বি’ গ্রুপে শেষ ম্যাচে ৮৪ রানে অনায়াসে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের দল তুলে ৫ উইকেটে ৩০৯ রান। এরপর স্বাগতিক পাকিস্তানকে ২২৫ রানে আটকে দেন বোলাররা। আবারো টাইগারদের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

হারলেও ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। রান রেটে পিছিয়ে এরপরই বাংলাদেশ। 

রোববার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস ভাগ্য ছিল টাইগারদের পক্ষে। মিজানুর রহমান ও জাকির হাসান শুরুতেই গড়েন ৪৮ রানের জুটি। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে জাকির ৯৮ রানের জুটিতে দলকে পাইয়ে দেন বড় সংগ্রহের ভিত। এরমধ্যে ৮ চারে ৬৯ বলে ৬৯ রান সাজঘরের পথ ধরেন জাকির। ৫৪ বলে ৪৯ রান তুলেন শান্ত।

তারপর দলীয় সর্বোচ্চ রানের জুটি পেয়েছে বাংলাদেশ পঞ্চম উইকেটে ইয়াসির আলীকে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন মোসাদ্দেক। ইয়াসির ৪৬ বলে ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোসাদ্দেক তুলেন ৭৪ বলে চার ছক্কা ও তিন চারে অপরাজিত ৮৫। টানা দুই ইনিংসে জাতীয় দলে ফেরার দাবীটা জোড়ালো করেন তিনি।

এরপর জবাব দিতে নেমে শুরুতেই স্বাগতিক দলের ব্যাটসম্যানদের চেপে ধরে বোলাররা। নাঈম হাসানের স্পিনে দলের ২৩ রানে ফিরেন দুই ব্যাটসম্যান। এরপর অবশ্য ৮৮ রানের জুটি গড়েন জিশান মালিক ও মোহাম্মদ রিজওয়ান। ৬৭ বলে ৪৭ রান করে মালিককে ফিরেন সাজঘরে। ৫১ বলে ৪৬ রান করা অধিনায়ক রিজওয়ানকে আউট করেন মোসাদ্দেক।

তারপর চটজলদি শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। শুধু খুশদিল শাহ ৫৮ বলে ৬১ রান করে ব্যবধানটা কমিয়েছেন।

নাঈম ৩৬ রানে পেয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মোসাদ্দেক ও শফিউল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৯/৫ (মিজানুর ২৫, জাকির ৬৯, শান্ত ৪৯, মোসাদ্দেক ৮৫*, আফিফ ৬, ইয়াসির ৫৬, সোহান ৮*; মুদাসসর ০/৩৩, মুসা ২/৫৫, আশিক ০/৩৭, খুশদিল ৩/৪৮)
পাকিস্তান: ৪৬.৫ ওভারে ২২৫/১০ (ইমরান ৩, মালিক ৪৭, শাকিল ৬, রিজওয়ান ৪৬, সাদ ১০, তালাত ১০, খুশদিল ৬১, আশিক ৩, শাফকাত ১৬, মুদাস্সর ৬, মুসা ২*; শফিউল ২/৪১, নাঈম ৩/৩৬, শরিফুল ১/৪৪, তানভীর ১/২৭, আফিফ ১/৪১, মোসাদ্দেক ২/৩২)
ফল: বাংলাদেশ ৮৪ রানে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন

এ সম্পর্কিত আরও খবর