সাকিবের ৩০০

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪ | 2023-08-30 00:07:12

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে অন্যান্য এক কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে বল হাতে নিয়েছেন চার উইকেট। তাতেই প্রথম বাংলাদেশি ও বিশ্বে ১৪তম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই স্পিনার।

সাকিব ওয়ানডে ক্রিকেটে নিজেদের ২২৭তম ম্যাচে এই রেকর্ড গড়েন। টেস্টে ৬৫ ম্যাচে সাকিব শিকার করেন ২৩১ উইকেট। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১০৯ ম্যাচে ১২৮ উইকেট শিকার করেন সাকিব।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল সাকিবের। ওই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ পেয়েছিলেন তিনি। ২০১০ সালে সাকিব নেন শততম উইকেট।

২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে সাকিবের ২০০তম শিকার ছিলেন হাশিম আমলা। এবার ৩০০তম শিকার অভিষেক ম্যাচে মাঠে নামা ইংল্যান্ডের রেহান আহমেদ। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড সাকিব নিজের করে নেন ২০২১ সালে।

এই সংস্করণে বাঁহাতি স্পিনার হিসেবে ৩০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার সাকিব। শ্রীলঙ্কার সাবেক তারকা সনাথ জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে পেয়েছেন ৩২৩ উইকেট। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ৩০৫ উইকেট নিয়েছেন ২৯৫ ম্যাচে। সাকিব ৩০০ উইকেট নিলেন ২২৭ ম্যাচে।

এ সম্পর্কিত আরও খবর