দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান চার টাইগারের

ক্রিকেট, খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:14:42

২২ গজে তাদের কারিশমা। সেই কারিশমা দেখিয়ে কখনও প্রতিপক্ষকে কাঁদিয়েছেন। কখনও দুহাত ভরে দিয়েছেন দেশকে। ২২ গজের বাইরে সেই ক্রিকেটাররা এবার কথা বললেন দুর্নীতিমুক্ত দেশ গড়া নিয়ে।

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক ভিডিও চিত্রে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের চার টাইগার।

ভিডিও চিত্রে দেখা যায়, ‘দুর্নীতি দেশের ক্ষতি করে, জাতিকে ধ্বংস করে, যারা দুর্নীতি করে তারা দেশের শত্রু -বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এভাবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।  

বাংলাদেশের ক্রিকেটের উদয়মান নক্ষত্র -মেহেদী হাসান মিরাজের দাবি ‘দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান বাধা, দুর্নীতি শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি; মিরাজের এমন দাবিতে সোনার বাংলা গঠনে শঙ্কা মাহমুদল্লাহর কণ্ঠে ‘তাহলে কি আমাদের  সোনা বাংলার স্বপ্ন কখনও সত্যিই হবে না’।

এই শঙ্কা উড়িয়ে দিয়ে মারকুটে ওপেনার তামিম ইকবালের উচ্চারণ- ‘অবশ্যই হবে, আমাদের দুর্নীতির বিরুদ্ধে এক হতে হবে’।

৪৬ সেকেন্ডের এ ভিডিও চিত্রে দেশ সেরা এই ক্রিকেটাররা‘ সোনার বাংলার’ স্বপ্ন পূরণ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এক সঙ্গে উচ্চারণ করেছেন ‘আসুন আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে এক হই, স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি’- এমন স্লোগান।

এ সম্পর্কিত আরও খবর