আশরাফুলদের পাল্টা জবাব দিচ্ছে উত্তরাঞ্চল

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 00:55:54

ডাবল সেঞ্চুরির হাতছানি নিয়ে দিন শুরু হয়েছিল রনি তালুকদারের। ক্যারিয়ারের চতুর্থ ডাবল থেকে মাত্র ১৭ রান দুরে ছিলেন তিনি। কিন্তু বুধবার সকালটা তার ছিল না। মাত্র ২ রান যোগ করেই সাজঘরের পথ ধরে তিনি। এমন কী মোহাম্মদ আশরাফুলও তার সেঞ্চুরিটা বড় করতে পারেন নি। একইসঙ্গে পূর্বাঞ্চলের ইনিংসটা পাঁচশর আগেই আটকে গেল।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহীতে পূর্বাঞ্চলের বিপক্ষে পাল্টা জবাব দিচ্ছে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলকে ১ম ইনিংসে থামিয়েছে ৪৬৬ রানে। তারপর উত্তরাঞ্চল বুধবার দ্বিতীয় দিন শেষে তুলেছে ২ উইকেটে ১৭৮ রান।

এদিন সকালে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পূর্বাঞ্চল ৩ উইকেটে ৩৫৪ রান নিয়ে মাঠে নামে। ১৮৩ রানে রনি আর ১০৭ রানে আশরাফুল ব্যাট হাতে নামেন। কিন্তু দু'জনই আগের দিনের দাপট নিয়ে খেলতে পারেন নি। রনি ফিরেন ১৮৫ রানে। ২৪৪ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙতেই পথ হারান আশরাফুলও। ১৩৬ রানে তাকে সাজঘরের পথ দেখিয়ে দেন সানজামুল। এরপর তাইজুল ইসলামের ব্যাট থেকে আসে ৩৮। দল অলআউট ৪৬৬ রানে।

ইনিংসে সানজামুল নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ষোলতম পাঁচ উইকেট শিকার।

এরপর জবাব দিতে নেমে দারুণ সূচনা পায় উত্তরাঞ্চল। জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিকী উদ্বোধনী জুটিতে করেন ৯৮ রান। ৫১ রানে ফিরেন জুনায়েদ। জহুরুলকে ৬৫ রানে সাজঘরের পথ দেখান স্পিনার এনামুল হক জুনিয়র।

এদিকে বিসিএলে দিনের আরেক ম্যাচে চট্টগ্রামে মধ্যাঞ্চলের বিপক্ষে লিড নিয়েছে দক্ষিণাঞ্চল। ১ম ইনিংসে মধ্যাঞ্চলের ২৩৪ রানের জবাবে দক্ষিণাঞ্চল বুধবার দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে করেছে ৩০৯ রান। এনামুল হকের ব্যাট থেকে এসেছে ৭৭ রান। ফজলে মাহমুদ ৭৪। রানে ফিরেছেন তুষার ইমরানও। অভিজ্ঞ এই ব্যাটসম্যান করেন ৭৮ রান। ৫৪ রানে অপরাজিত আছেন রকিবুল হাসান।


সংক্ষিপ্ত স্কোর-

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১২০.১ ওভারে ৪৬৬ (আগের দিন ৩৫৪/৩) (রনি ১৮৫, আশরাফুল ১৩৬, তাসামুল ১৯, অঙ্কন ১০, এনামুল জুনিয়র ৯, তাইজুল ৩৭, আবু জায়েদ ৪, হাসান ০*; এবাদত ২/৯৫, এনাম ১/৬৫, সোহাগ ২/৭৪, জিয়া ০/৫০, সানজামুল ৫/১১৫)।

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৫৪ ওভারে ১৭৮/২ (জহুরুল ৬৫, জুনায়েদ ৫১, ফরহাদ ৩৪*, নাঈম ১৮*; আবু জায়েদ ১/৩৬, হাসান ০/৪৮, আশরাফুল ০/২২, তাইজুল ০/৫১, এনামুল জুনিয়র ১/১৬)।

এ সম্পর্কিত আরও খবর