ঘরের মাঠে সবচেয়ে বড় হার দেখল রিয়াল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 02:43:42

নিজেদের মাঠে একেবারে নীচের সারির দলটিও চ্যালেঞ্জ জানায় ফেভারিটদের। এমন কী অনেক সময় হারিয়েও দেয়। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট বিস্ময়কর এক রাত দেখল বুধবার। শুধু হারই নয়, সিএসকেএ মস্কোর কাছে বিধ্বস্ত হয়েছে ১৩বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করলেও এমন হার মেনে নিতে পারছেন না ভক্তরা।

টানা তিনবার চ্যাম্পিয়ন রিয়ালকে ০-৩ গোলে উড়িয়ে দিয়েছে সিএসকেএ মস্কো। ইউরোপিয়ান ফুটবলে নিজেদের মাঠে তাদের এটিই সবচেয়ে বড় হার। প্রথম লেগে রাশিয়ার এই ক্লাবটির কাছে ০-১ গোলে হেরেছিল সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

ইতিহাস জানাচ্ছে-গত দশ বছরে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়ালকে দুই লেগেই হারানো প্রথম দল সিএসকেএ মস্কো। ২০০৮-০৯ মৌসুমে তাদের এমন লজ্জায় ডুবিয়েছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

অবশ্য বুধবার রাতে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে সেরা একাদশে কোচ সান্টিয়াগো সোলারি রাখেন নি লুকা মডরিচ, গ্যারাথ বেলের মতো তারকা ফুটবলারকে। তারপরও এমন হার বিস্ময়কর!

যদিও খেলার ২৩তম মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন নি ভিনিসিউস জুনিয়র। এরপরই মার্কো আসেনসিওর শট লাগে ক্রসবারে লেগে ফিরে আসলে হতাশায় পুঁড়ে সমর্থকরা। ২৫তম মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন করিম বেনজেমা।

রিয়াল যখন আক্রমণের মেজাজে তখনই স্রোতের বিপরীতে এগিয়ে যায় মস্কোর ক্লাবটি। ৩৭তম মিনিটে সতীর্থ আর্নর সিগুর্দসনের পাস থেকে বল পেয়ে গোল করেন ফিওদোর চালোভ (১-০)।

সেই গোলের রেশ না কাটতেই ফের পিছিয়ে পড়ে রিয়াল। ৪৩তম মিনিটে জর্জিও শেনিকভের ভলি আশ্রয় নেয় স্বাগতিকদের জালে (২-০)।

এরপর ম্যাচে ফিরতে অনেকট চেষ্টাই করেন সোলারি। বেনজেমাকে উঠিয়ে গ্যারেথ বেল ও মার্কোস লরেন্তেকে তুলে টনি ক্রুসকে মাঠে নামান কোচ। কিন্তু গোলের দেখা মিলেনি। বরং ৭৩তম মিনিটে আরো এগিয়ে যায় মস্কো। আর্নর সিগুর্দসন দলের হয়ে তিন নম্বর গোলটি করেন।

তবে মনে রাখার মতো এই জয়ের আগেই নকআউট পর্বে উঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে সিএসকেএ মস্কোর। জি গ্রুপে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৯ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী এএস রোমা।

এ সম্পর্কিত আরও খবর