সিলেটে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:04:59

এবার নতুন ইতিহাস হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হাসিমুখ ছিল টাইগারদের। এবার টি-টুয়েন্টি সিরিজ। এখানে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই প্রথমবারের তিন ফরম্যাটে সিরিজ জয়ের আনন্দে মাতবে দল। তেমন সাফল্যের সামনে দাঁড়িয়ে সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। তার আগে অবশ্য টস ভাগ্য সঙ্গেই আছে বাংলাদেশের। সিলেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

ক্যারিবীয়দের বিপক্ষে এ পর্যন্ত ৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে চারটিতে জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও জিতেছে চারটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত।

সিলেটের আকাশ মেঘলা। বৃষ্টির শঙ্কা নিয়েই টসে নামেন দুই অধিনায়ক।

উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দলে আছেন আরিফুল হক। তবে একাদশে নেই মোহাম্মদ মিঠুন। দলে তিন পেসার মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফ উদ্দিন। বাদ পড়েছেন রুবেল হোসেন।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ায়র, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশান টমাস।

এ সম্পর্কিত আরও খবর