অস্ট্রেলিয়ার চাই ৫ উইকেট, ভারতের ১৭৫ রান

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 22:53:31

কঠিন এক মিশনের সামনে দাঁড়িয়ে ভারত। অ্যাডিলেডে জয়ের পর এবার পার্থে চাপের মুখে বিরাট কোহলির দল। অবশ্য জিতে গেলে রেকর্ডের সঙ্গে প্রায় চল্লিশ বছর আগের স্মৃতি ফিরে আসবে। অস্ট্রেলিয়ার মাঠে সবশেষ টানা দুই টেস্টে ভারত জিতেছিল সেই ১৯৭৭-৭৮ মৌসুমে। এরপর থেকে টানা দুই টেস্ট জয় সোনার হরিণ হয়েই আছে। সেই রেকর্ডের হাতছানির সামনে দাঁড়িয়ে অবশ্য বিপাকেই আছে সফরকারীরা।

জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চাপের মুখে ভারত। সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে ১১২ রান তুলতেই হারিয়েছে পাঁচ উইকেট। জিততে সফরকারীদের আরো চাই ১৭৫ রান। আর চার টেস্টের এই সিরিজে ফিরতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৫ উইকেট।

ঠিক এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মঙ্গলবার সকালে পার্থে ব্যাট করতে নামবেন হনুমা বিহারী (২৪) ও ঋষভ পান্ত (৯)।

সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য খুব একটা স্বস্তিতে কখনোই ছিল না ভারত। অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের সামনে ইনিংসের শুরুতেই শেষ জোড়া উইকেট। কোন রান না করেই ফিরেন লোকেশ রাহুল। চেতেশ্বর পূজারাও (৪ রান) টিকতে পারলেন না। জশ হেজেলউডের শিকার তিনিও।

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান বিরাট কোহালি এবার অবশ্য তেমন কিছুই করতে পারলেন না। স্পিনার নাথান লায়নের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ১৭ রানে ফিরেন ভারত অধিনায়ক। মুরালি বিজয়কের উইকেটও তুলে নেন লায়ন। ৫৫ রানে শেষ ভারতের চার উইকেট।

এরপর পঞ্চম উইকেটে হনুমা বিহারী-অজিঙ্কা রাহানে যোগ করেন ৪৩ রান। কিন্তু হেজেলউডের পেসে সর্বনাশ রাহানের। ৩০ রানে ফিরে যান সাজঘরে। এরপর হনুমা-ঋষভ অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে করেন ১৪ রান। শেষ দিনে কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতীয় দল।

এর আগে পার্থে বল হাতে দাপট দেখালেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। তার বোলিং তোপেই অস্ট্রেলিয়ার লিড আটকে যায় তিনশর নীচে। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট শিকার করেন এই পেসার। সেরা বোলিং ফিগার ৫৬ রানে ৬ উইকেট।

টেস্টে ক্যারিয়ারে ইনিংসে এনিয়ে চার বার পাঁচ বা তার বেশি উইকেট পেলেন শামি। পাশাপাশি এক পঞ্জিকা বর্ষে ১০ টেস্টে ৪২ উইকেট পেলেন তিনি। এটি নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার বর্ষে টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। ২০০৬ সালে ৯ টেস্টে ১৭ ইনিংসে ৪১ উইকেট নেন ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলে। কুম্বলের সেই রেকর্ড ভাঙলেন শামি।

সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬/১০
ভারত ১ম ইনিংস: ২৮৩/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৯৩.২ ওভারে ২৪৩/১০ (ফিঞ্চ ২৫, খাওয়াজা ৭২, পেইন ৩৭, কামিন্স ১, স্টার্ক ১৪, লায়ন ৫, হেজেলউড ১৭*; ইশান্ত ১/৪৫, বুমরাহ ৩/৩৯, শামি ৬/৫৬)
ভারত ২য় ইনিংস: ৪১ ওভারে ১১২/৫ (রাহুল ০, বিজয় ২০, পুজারা ৪, কোহলি ১৭, রাহানে ৩০, বিহারি ২৪*, পান্ত ৯*; স্টার্ক ১/২৮, হেজেলউড ২/২৪, লায়ন ২/৩০)

এ সম্পর্কিত আরও খবর