এশিয়া কাপ শেষ লিটনের, শ্রীলঙ্কা যাচ্ছেন বিজয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 18:43:56

শুরুর আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন কুমার দাস। ভাইরাস জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। তাই লিটনের বদলি হিসেবে শ্রীলঙ্কা যাচ্ছেন এনামুল হক বিজয়।

বুধবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার।

এশিয়া কাপের আগে বাংলাদেশ দলে ইনজুরির তালিকাটা লম্বাই হলো। ইনজুরির কারণে তামিম ইকবাল ছিটকে গেছেন আগেই। পরে পেসার ইবাদত হোসেন চৌধুরীকে হারিয়েছে বাংলাদেশ। স্ট্যান্ডবাই হিসেবে থাকা সাইফ হাসান ডেঙ্গু জ্বরের কারণে অনেকদিন যাবত অনুশীলন করতে পারছেন না। সর্বশেষ হারাতে হলো লিটন দাসকে।

বিজয় বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ডিসেম্বরে, ভারতের বিপক্ষে। তিন ম্যাচের সিরিজে তার রান ছিল যথাক্রমে- ১৪, ১১ ও ৮। তবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১৬ ম্যাচ খেলে ৫৯.৫৭ গড় ও ৯৭.৩১ স্ট্রাইকরেটে রান করেছেন ৮৩৪। লিগে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকেই।

বিজয়ের এই ফর্মকেই গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, সে (এনামুল) ঘরোয়ায় রান করেছে এবং বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন টপ অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন ছিল যে কিপিংও করতে পারে, এনামুলকে তাই সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪৪ ওয়ানডে খেলেছেন বিজয়। তাতে ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইকরেটে রান করেছেন ১২৫৮। ওয়ানডেতে বিজয়ের সেঞ্চুরি তিনটি, ফিফটি ৫টি।

এ সম্পর্কিত আরও খবর