সাকিবের শ্রেষ্ঠত্বে সিরিজে ফিরল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

আপন তারিক, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:37:03

কথায় আছে কোনঠাসা বাঘ নাকি সবচেয়ে ভয়ঙ্কর। দেয়ালে পিঠ ঠেকলে যেমনটা হয়, ঘুরে দাঁড়ানো ছাড়া কোন উপায়ই থাকেনা। চাপের মুখে থাকা বাংলাদেশ দল ঠিক তাই করেছে। আত্মসমর্পন না করে বরং করেছে আক্রমণ। তারই পথ ধরে বৃহস্পতিবার ধরা দিয়েছে সাফল্য। সিলেটে হারের জবাবটা ঢাকায় দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট-বলে দুর্দান্ত দাপটে জয়ের নায়ক সাকিব আল হাসান।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। শনিবার সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে লড়বে দুই দল।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নামাটাই যেন শাপেবর হয়েছে বাংলাদেশের। মিরপুরের উইকেটে প্রাণ খুলে ব্যাট করেছেন লিটন দাস, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ব্যাটিং তাণ্ডবে দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দল তুলে ২১১ রান। এরপর বোলাররাও বল হাতে দাপট দেখালেন। রাতের শিশিরের ভয় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৫ রানে অলআউট করে টাইগাররা। আর তুলে নেয় দুর্দান্ত এক জয়।

ম্যাচটা আসলে সাকিবেরই। শুরুতে ব্যাট হাতে করেন ৪২ রান। এরপর বল হাতে স্পিন যাদুতে তুলেন ৫ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিং ফিগার ৪-০-২১-৫! তার শ্রেষ্টত্বেই সিরিজে ফিরল বাংলাদেশ। ম্যাচসেরা তিনি ছাড়া আবার কে?

এর আগে টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে বাংলাদেশ। এবারই প্রথম আগে ব্যাট করতে নেমে টি-টুয়েন্টিতে দুইশর দেখা পেল টাইগাররা। অবশ্য সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ২১৫। ২০১৮ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে ২১৪ রান টপকে জিতে বাংলাদেশ। অবশ্য মিরপুরের হোম অব ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ২০৪।

ম্যাচে দলকে এই রান পাহাড়ে উঠতে বড় ভূমিকা রাখেন লিটন দাস। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। ৩৪ বলে ৬০ রান তুলে ফর্মে ফিরেন লিটন। সাকিবের ব্যাটে ২৬ বলে ৪২ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ২১ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

সাকিব-মাহমুদউল্লাহ অবিচ্ছিন্ন থেকে গড়েন ৪২ বলে ৯১ রানের জুটি। এটি পঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। মাহমুদউল্লাহ ও মুশফিক এর আগে গড়েছিলেন ৮৪ রানের জুটি।

ব্যাটসম্যানদের দেখানো পথেই হেঁটেছেন বোলাররা। পৌষের শীত আর শিশিরকে প্রতিপক্ষ হতে দেননি। ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি। নিয়মিত বিরতিতে তুলে নিয়েছেন উইকেট। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে ম্যাজিক দেখিয়েছেন সাকিব। তার বল সামালই দিতে পারছিলেন না ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

সিলেটে বাংলাদেশকে চুপসে দিয়েছিলেন সাই হোপ। তার ব্যাটিংয়ের সামনেই যেন হার মেনেছিল দল। বৃহস্পতিবারও দারুণ লড়ছিলেন এই ওপেনার। রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিলেন। ১৯ বলে ৩৬ রান করা হোপকে ফেরান মেহেদী হাসান মিরাজ। শিমরান হেটমায়েরও এদিন ব্যর্থ। ১৭ বলে ১৯ রানে করা এই ব্যাটসম্যানকে ফেরান সাকিব।

তবে রোভমান পাওয়েল বেশ ভুগিয়েছেন। ৩৪ বলে ৫০ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার তিনি। এরপরের ব্যাটসম্যানরা শুধু আসা-যাওয়ার দায়টুকু সেরেছেন। তবে কৃতিত্বটা অবশ্যই সাকিবের। অসুস্থতায় যে ম্যাচে খেলারই শঙ্কা ছিল তার, সেই ম্যাচেই কীনা জয়ের নায়ক!

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ২১১/৪ (তামিম ১৫, লিটন ৬০, সৌম্য ৩২, সাকিব ৪২*, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৪৩*; কটরেল ২/৩৮, টমাস ১/৪৩, ব্র্যাথওয়েট ০/৪৩, অ্যালেন ১/২৯)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১৭৫/১০ (লুইস ১, হোপ ৩৬, পুরান ১৪, হেটমায়ার ১৯, পাওয়েল ৫০, ব্রাভো ২, ব্র্যাথওয়েট ৮, অ্যালেন ০, পল ২৯, কটরেল ৩*, টমাস ০; আবু হায়দার ১/৩৩, মুস্তাফিজ ২/৫০, সাকিব ৫/২১, মিরাজ ১/২৩, মাহমুদউল্লাহ ১/১)।
ফল: বাংলাদেশ ৩৬ রানে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।

এ সম্পর্কিত আরও খবর