আবাহনীর স্বপ্ন ভেঙে ফাইনালে বসুন্ধরা কিংস

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:50:22

উত্তাপ ছড়ানো এক লড়াই। যেখানে ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র। এরপর অতিরিক্ত একই ফল। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও রোমাঞ্চের ছোঁয়া। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ গোলে আবাহনী লিমিটেডকে হারাল বসুন্ধরা কিংস। তারই পথ ধরে দল পেয়েছে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালের টিকিট।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে আবাহনীর বিপক্ষে প্রতিশোধ মিশনে নেমেছিল বসুন্ধরা। ফেডারেশন কাপের ফাইনালে তাদের কাছে হারের দুঃখটা এবার ভুলে গেল তারা। নবাগত দল পেয়েছে ফাইনালের টিকিট।

সোমবার শিরোপা লড়াইয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে লড়বে বসুন্ধরা।

আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমেছিল লড়াই। তবে গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। ৭০তম মিনিটে এসে এগিয়ে যায় বসুন্ধরা। তারকা ফুটবলার দেনিয়েল কলিনদ্রেস সোলেরার ব্যাক পাস থেকে বল পেয়ে মাহবুবুর রহমান সুফিল এগিয়ে দেন মতিনকে। এরপর নিশানা খুঁজে নেন তিনি।

তবে উৎসবটা ধরে রাখতে পারেনি তারা। খেলার ৮২তম মিনিটে সমতায় ফিরে আবাহনী। দলের আফগান ফরোয়ার্ড মাসিহ সাইঘানির ক্রস থেকে বল পেয়ে গোল করেন হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতা। এরপর অতিরিক্ত সময়ে একই ফল।

সেমিফাইনালে ফলাফল নিস্পত্তি করতে এরপর হয় টাইব্রেকার। যেখানে প্রথম পাঁচ শটের মধ্যে আবাহনীর হয়ে গোল করেন সাইঘানি, ওয়ালী ফয়সাল, রুবেল ও সানডে। বেলফোর্ট ব্যর্থ।

বসুন্ধরা কিংসের পক্ষে গোলদাতা বখতিয়ার দুইশবেকভ, মার্কোস দি সিলভা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও নাসিরউদ্দিন চৌধূরী। এভানেও সেরা তারকা সোলেরা পারলেন না। তার শট আটকে দেন আবাহনীর গোলকিপার শহীদুল ইসলাম সোহেল। ৪-৪ সমতা। এরপর সাডেন ডেথে আবাহনীর কপাল পুঁড়ে। যদিও প্রথম দুই শটে আবাহনীর রায়হান হাসান ও টুটুল হোসেন বাদশা গোলের দেখা পেয়েছিলেন। আবার বসুন্ধরার হয়ে গোল করেন রোকনুজ্জামান কাঞ্চন ও মাশুক মিয়া জনি। এরপর ব্যর্থ আবাহনীর ইমতিয়াজ সুলতান জিতু। জিকোর শট আবাহনীর পোষ্টে আশ্রয় নিতেই আনন্দে মাতে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ধরা দিল অসাধারণ এক জয়!

এ সম্পর্কিত আরও খবর