বাংলাদেশের দ্রুততম মানব তিনি। চলতি বছর এশিয়ান গেমসের নিদেনপক্ষে ফাইনালে সেই ইমরানুর রহমানকে দেখার লক্ষ্যের কথা জানিয়েছিল অ্যাথলেটিকস ফেডারেশন। তবে সে লক্ষ্যটা পূরণ হলো না আর। এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তিনি।
আজ হ্যাংজু স্পোর্টস সেন্টার অলিম্পিক স্টেডিয়ামে তিনি সেমিফাইনালের প্রথম হিটে দৌড়েছিলেন। আট নম্বর লেনে দৌড় শুরু করা ইমরানুর শেষ করেন ১০.৪২ সেকেন্ডে। এর আগের রাউন্ডে তিনি দৌড় শেষ করেছিলেন ১০.৪৪ সেকেন্ডে। তবে সেখান থেকে উন্নতি করলেও সেমিফাইনালের বৈতরণী তিনি পার করতে পারেননি। ষষ্ঠ হয়ে শেষ করেছেন দৌড়টা, যার ফলে বিদায় নিশ্চিত হয়ে যায় তার।
তার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.১১। সেটা করে দেখাতে পারলে আজ তিনি ফাইনাল নিশ্চিত করে ফেলতেন, লড়াই করতেন পদকের জন্যও।
এই আসরকে সামনে রেখে ইমরানুর প্রায় মাসচারেক ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রতিযোগিতাতে ফাইনালে খেলতে না পেরে হতাশ তিনি। তার কথা, ‘আমার পারফর্ম্যান্স নিয়ে আমি মোটেও খুশি নই। ভবিষ্যতের জন্য নিজের পারফর্ম্যান্স বিশ্লেষণ করতে হবে আমাকে, এ নিয়ে কাজ করতে হবে।’