সাকিবের প্রশংসায় পঞ্চমুখ স্পিন কোচ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-06-10 22:15:29

রাতের শিশিরে বল করা রীতিমতো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে স্পিনারদের জন্য কঠিন পরীক্ষা। কিন্তু বৃহস্পতিবার তেমনই এক মঞ্চে টি-টুয়েন্টি ক্যারিয়ারের সেরা সাফল্যটাই পেয়েছেন সাকিব আল হাসান। তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট। অধিনায়কের এমন সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ দলের স্পিন কোচ সুনীল যোশী।

২৬ বলে ৪২ রানের পর অসুস্থতা সামলে ৫ উইকেট নিয়ে সাকিব দলকে এনে দেন অনায়াস জয়। ৩৬ রানে জয়ের পর শনিবার সিরিজ নির্ধারনী ম্যাচে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বিকাল পাঁচটায় মিরপুরে অলিখিত ফাইনাল। সেই ম্যাচের আগে শুক্রবার সাকিব বন্দনায় মাতলেন স্পিন কোচ সুনীল যোশি।

স্পিন কোচ বলছিলেন, ‘সাকিব দুর্দান্ত এক পারফরমার। আমরা সবাই জানি ও কতটা প্রতিভাবান। শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বের সেরাদের একজন সাকিব। তিন ফরম্যাটেই ও দুর্দান্ত। একটি টি-টুয়েন্টি ম্যাচে ২০ রানে ৫ উইকেট নিয়েছে, স্পিন কোচ হিসেবে এরচেয়ে বেশি কিছু আমি চাইতে পারি না।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে অনেক কীর্তি গড়েছেন সাকিব। প্রথম অধিনায়ক হিসেবে টি-টুয়েন্টিতে ৫ উইকেটের রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন ফরম্যাচটে ৫ উইকেট পেলেন সাকিব। বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে সবেচেয়ে বেশিবার ম্যাচসেরার রেকর্ড রেকর্ডও তার। মোট চারবার সেরা হলেন তিনি।

এবার সিরিজ জয়ের ম্যাচ। তার আগে স্পিন বোলিং কোচ সুনীল যোশী আত্মবিশ্বাসী। জানালেন, ‘দেখুন বাংলাদেশ দলের জন্য মিরপুর পয়মন্ত এক ভেন্যু। এখানে আমরা অনেক ম্যাচ জিতেছি। এখানকার দর্শকও দলকে প্রবলভাবে অনুপ্রেরণা জোগায়। আমি বলছি না, সিলেটের দর্শকরা অনুপ্রেরণা দিতে পারেনি। তারাও ভালো ছিল। তবে মিরপুরে ঘরের মাঠের সুবিধা সবচেয়ে বেশি নিতে পেরেছে বাংলাদেশ।’

বড়দিন আর নতুন বছরের আগে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না টাইগাররা। সুনীল যোশী বলছিলেন, ‘বৃহস্পতিবার যেখানে শেষ করেছি, সেখান থেকেই শনিবার শুরু করে সিরিজ জিততে চাই আমরা। ভালভাবে শেষ করতে পারলে আমাদের সবার জন্য এটি হবে বড়দিন ও নতুন বছরের উপহার।’

এ সম্পর্কিত আরও খবর