ছক্কা-চারের ঝড়ে উইন্ডিজের সঞ্চয় ১৯০

ক্রিকেট, খেলা

এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-07 11:27:45

ওয়েস্ট ইন্ডিজের শুরুর ব্যাটিং দেখে সাকিব আল হাসান হয়তো ভাবছিলেন-টসে জিতে ভুলই সিদ্ধান্তই নেয়া হলো কিনা?

শুরুর ৫০ এলো ১৯ বলে। স্কোরবোর্ডে উইন্ডিজের সেঞ্চুরি পুর্ণ হলো ৭.১ ওভারে। ২০ ওভারের পুরো সময় জুড়ে ওয়েস্ট ইন্ডিজ যা করলো তাকে এককথায় বলে-ঝড়! ব্যাটিং ঝড়! সেই ঝড়ে বিদ্যুতের মতো চমকালো ছক্কা ও চার! ঝড়ো বিদ্যুতের সেই চমকে ওয়েস্ট ইন্ডিজ তুললো ১৯০ রান। যে সঞ্চয় এলো ১৪ বাউন্ডারি ও ১২ ছক্কায়! শেষের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুশোর নিচে আটকে রাখা গেছে সেই স্বস্তি নিয়েই ফিরলো বাংলাদেশ। তবে ১৯০ রানের স্কোরকে টি-টুয়েন্টিতে বড় স্কোর মানতেই হচ্ছে।

টি-টুয়েন্টি সিরিজের ট্রফি জিততে বাংলাদেশকেও ব্যাট হাতে বিশাল কিছু করতে হবে।

টসে হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভার থেকেই ব্যাটিং ঝড়ের আভাষ দেয়। প্রথম ওভারেই আসে ১২ রান। তবে ‘মাইর’ মুলত শুরু হয় তৃতীয় ওভার থেকেই। এভিন লুইস সিরিজের প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলেন সিরিজ নির্ধারণী ম্যাচে। আবু হায়দার রনির সেই ওভারে লুইস চার ছক্কা হাঁকান। আবু হায়দার সেই এক ওভারেই ২৭ রানের খরচা গুনেন।

পাওয়ার প্লে’তে সত্যিকার অর্থেই ‘মাসল ব্যাটিং’ দেখায় উইন্ডিজ। মাত্র ৩.১ ওভারে দলের পঞ্চাশ রান পুরো। এভিন লুইসের ১৮ বলে নিজের হাফসেঞ্চুরির আনন্দে মাতেন। তার শুরুর এই পঞ্চাশ রানে পাঁচ ছক্কা ও তিন বাউন্ডারি। যেভাবে খেলছিলেন তাতে বলের হিসেবে টি-টুয়েন্টির দ্রততম সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিলো। তবে সেঞ্চুরি পর্যন্ত যেতে পারেননি লুইস। বদলি বোলার হিসেবে বল হাতে নিয়েই তাকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৬ বলে ৮৯ রানে থামেন লুইস। যাতে আটটি ছক্কা, বাউন্ডারির সংখ্যা ছয়। ১০ ওভার পুরো হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে জমা ১২২ রান!

তবে শুরুর ঝড়ো ব্যাটিংয়ের সেই উত্তাপ শেষের ১০ ওভারে দেখাতে পারেনি উইন্ডিজ। শেষের ১৪ রানে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারায়। মুস্তাফিজুর, মাহমুদউল্লাহ ও সাকিবের নিখুঁত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের গতি কিছুটা শ্লথ হয়। এই তিন বোলারই তিনটি করে উইকেট পান। ৩৩ রানে মুস্তাফিজ ৩ উইকেট পান। ১৮ রানে ৩ উইকেট নিয়ে মাহমুদউল্লাহ ম্যাচে বাংলাদেশের সেরা বোলার। সাকিব শুরুর মতো শেষের বোলিংয়েও বড় তারকা। ৩৬ রানে তার শিকার ৩ উইকেট।

স্কোরকার্ড: ওয়েস্ট ইন্ডিজ: ১৯০/১০ (১৯.২ ওভারে, লুইস ৮৯, হোপ ২৩, পল ২, পাওয়েল ১৯, হেটমায়ার ০, পুরান ২৯, ব্রাথওয়েট ৮, রদারফোর্ড ২, অ্যালেন ৮, কটরোল ২, থমাস ০, সাকিব ৩/৩৬, মুস্তাফিজুর ৩/৩৩, মাহমুদউল্লাহ ১৮/৩)

এ সম্পর্কিত আরও খবর