২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-15 11:58:48

মুম্বাইয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৪১তম অধিবেশন। সেখানে নিজেদের দেশে ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের কথা জানিয়েছে ভারত। আজ (রোববার) অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিকের জন্য বিড করার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তবে শুধু ২০৩৬ অলিম্পিক নয় ২০২৯ যুব অলিম্পিক আয়োজনেও আগ্রহ দেখিয়েছে ভারত। 

৪০ বছর পর ভারতে হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন। এর আগে ১৯৮৩ সালে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থাটির ৮৬তম অধিবেশন বসেছিল দিল্লিতে।

নরেন্দ্র মোদি বলেন, “ভারত অলিম্পিক আয়োজনে আগ্রহী। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে যথাসাধ্য চেষ্টা করব। এটা প্রত্যেক ভারতীয়র স্বপ্ন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সমর্থন নিয়েই এই স্বপ্ন পূরণে চেষ্টা করব। ২০২৯ সালের যুব অলিম্পিক আয়োজনেরও চেষ্টা থাকবে। আমি নিশ্চিত, আইওসির থেকে এ ব্যাপারে আমরা সমর্থন পাব।”

 

 

এ সম্পর্কিত আরও খবর