চাপ বাড়িয়ে ফিরলেন হৃদয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-19 17:37:35

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রতিপক্ষ, স্বাগতিক ভারত। টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রোহিত শর্মার দল। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। সেখানে যেমন শুরু দরকার ছিল ঠিক তেমনটিই এনেছেন লিটন-তানজিদ। তবে ইনিংস মাঝের দিকে দ্রুতই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ল তাওহীদ হৃদয়ের ফেরায়।শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে বাংলাদেশ।  

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই পেসারদের বেশ বুঝেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। সময় নিয়ে হন থিতু। ৪১ বলে একদিনের ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি তুলে নেন তানজিদ। তবে বড় করতে পারেননি ইনিংস। কুলদীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পরে ফিরলেন এই বাঁহাতি ব্যাটার। তবে দিনটা রাঙাতে পারলেন না নাজমুল হাসান শান্ত। বিশ্বকাপে নিজের ক্যাপ্টেন্সির অভিষেকের দিনে ফিরলেন কেবল ৮ রানে। দলীয় ১২৯ রানের মাথায় মেহেদী হাসান মিরাজও (৩) হাঁটলেন একই পথে।

অন্য প্রান্ত আগলে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন লিটন। তবে তাকে ফেরালেন স্পিনার রবীন্দ্র জাদেজা। ফলে বাড়ে চাপের মাত্রা। ৮২ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।

প্রাথমিক ধাক্কা সামলে হৃদয়কে নিয়ে এগোতে থাকেন মুশফিকুর রহিম। ধীরগতিতে এগোতে থাকা হৃদয় শেষ পর্যন্ত হতে পারলেন না থিতু। শার্দূল ঠাকুরের বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে পাড়ি জমান এই ব্যাটার (১৬)।

মুশফিক অপরাজিত আছেন ৩৪ রানে। 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর