'বয়স একটা সংখ্যা মাত্র', বুঝিয়ে দিলেন ডাচ ক্রিকেটার অ্যাঙ্গেলব্রেখট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-10-21 17:08:41

ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন জন্মভূমি দক্ষিণ আফ্রিকাতেই। সেখানেই বেড়ে উঠা। এমনকি দক্ষিণ আফ্রিকার জার্সি গাঁয়েও জড়িয়েছিলেন, ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে নিজের ফিল্ডিং দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। যার কারণে তাঁকে ভাবা হচ্ছিল পরবর্তী জন্টী রোডস হিসেবে। তবে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার না হয়ে অভিষেক করেছেন নেদারল্যান্ডসের হয়ে। হ্যা, বলছি ডাচ ব্যাটার সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখটের কথা।

 বয়সটা ৩৫। যে বয়সে বেশিরভাগ ক্রিকেটার এই খেলা থেকে নিজের অবসর নিয়ে চিন্তা করতে থাকেন। সেই বয়সেই অ্যাঙ্গেলব্রেখট অভিষিক্ত হলেন আন্তর্জাতিক ক্রিকেটে। তাও আবার বিশ্বকাপের মতো বড় মন্ঞ্চে। অবশ্য ক্রিকেট খেলাটা ছেড়েই দিয়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যবসা করবেন। যার সুবাদে পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডসের। কিন্তু ভাগ্য তাঁকে ফিরিয়ে নিয়ে গেল ওই ক্রিকেটেই। ২০২২ এ খেলে ফেলেন ডাচদের হয়ে লিস্ট এ ক্রিকেট। ব্যাস, এর এক বছর পরই পেয়ে গেলেন বিশ্বকাপের টিকিট।

 অবশ্য, ডাচদের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোপ পেয়ে নিরাশও করেননি দলকে। আজ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ধুকতে থাকা ডাচদের এনে দিয়েছেন ২৬২ রানের লড়াকু পুঁজি। খেলেছেন ৮২ বলে ৭০ রানের এক ঝলমলে ইনিংস। পাশাপাশি ৩৫ এও টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সাইব্র্যান্ড এমন ইনিংস খেলে বুঝিয়ে দিলেন যে আসলেই বয়স একটা সংখ্যা মাত্র।

এ সম্পর্কিত আরও খবর