এনামুলের ব্যাটে ১৫৫, আল আমিন ১১০

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 12:48:06

এ বছর ওয়েস্ট সফরে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন তিনি। যদিও প্রত্যাবর্তনটা মনে রাখার মতো হয়নি। এ কারণে জায়গাটাও ধরে রাখতে পারেন নি এনামুল হক জুনিয়র। তবে হাল ছেড়ে দেননি এই ব্যাটসম্যান। ঘরোয়া লিগে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়ে আবারো ফিরতে চাইছেন জাতীয় দলে। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) কথা বলছে তার ব্যাট।

মঙ্গলবার বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে শতরান পেলেন এনামুল হক। তার পাশাপাশি তিন অঙ্কের দেখা পেয়েছেন আল আমিন জুনিয়র। দু'জনের দাপটে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের পথে দক্ষিণাঞ্চল।

চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলে ৫ উইকেটে করেছে ৪০৭ রান। এনামুল ১৫৫ রানে ব্যাট করছেন। উত্তরাঞ্চল ১ম ইনিংসে তুলে ২৯৩ রান। এর অর্থ এখনই দক্ষিণাঞ্চল ১১৪ রানের লিড নিয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণাঞ্চল। ফজলে মাহমুদ রাব্বিকে হারিয়ে দিন শুরু তাদের। এরপর প্রতিরোধ গড়েন এনামুল ও আল আমিন। ১০৪ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন আল আমিন। ১১৯ বলে ১১০ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

এরপর মেহেদি হাসান ৭৬ বলে ৭ চার ও তিন ছক্কায় করেন ৮৪ রান। তারই ফাঁকে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নেন এনামুল। ডাবল সেঞ্চুরির পথে তিনি।

সংক্ষিপ্ত স্কোর-

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩/১০
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৯৫.২ ওভারে ৪০৭/৫ (এনামুল ১৫৫*, মাহমুদ ৯, রকিবুল ৯, আল আমিন জুনিয়র ১১০, মেহেদি ৮৪, নাহিদুল ২৬; ইবাদত ২/৫৯, সানজামুল ২/১১৮, নাঈম ০/৬১, জিয়া ০/২০, সাকলাইন ১/১২০)

এ সম্পর্কিত আরও খবর