লেভেল প্লেয়িং ফিল্ডে ভালোবাসার বিরল গল্প!

ক্রিকেট, খেলা

রেজা-উদ্-দৌলাহ প্রধান, স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-21 23:04:22

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রখ্যাত বক্সিং ডে টেস্টে লেভেল প্লেয়িং ফিল্ডে রচিত হলো মানবতার গল্প! আর্চি স্কিলার, বয়স মাত্র সাত। এই বয়সেই সে অস্ট্রেলিয়া টেস্ট দলের ক্যাপ্টেন! অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক টিম পেইনকে সাথে নিয়ে এমসিজিতে নেমেছেন টস করতে। প্রতিপক্ষ অধিনায়ক হলেন নাম্বার ওয়ান টেস্ট ব্যাটসম্যান বিরাট কোহলি।

সাত বছর বয়সেই প্রায় ১৪টা অস্ত্রোপচার হয়েছে আর্চির ছোট্ট হৃদপিণ্ডে। জন্মের পরপরই আর্চির অ্যাকিউট হার্ট ডিজিজ ধরা পড়ে। ব্লাড ভেসেলে ঝামেলার কারণেই মূলত সমস্যাটির সৃষ্টি। প্রতিনিয়ত মৃত্যুর সাথে লুকোচুরি খেলা ছেলেটাকে যখন তার বাবা প্রশ্ন করল,‘বড় হয়ে কি হতে চাও?’ আর্চি চটপট জবাব দিয়েছিল,‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হতে চাই!’ সামনে মৃত্যু নিশ্চিত জেনেও এত বড় স্বপ্ন দেখা চারটেখানি কথা না, ...এরকম স্পিরিট কতজনের থাকে?

আর্চির সেই স্বপ্নই পূরণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বুধবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া 'বক্সিং ডে' টেস্টে অস্ট্রেলিয়ার কো-ক্যাপ্টেন হিসেবে টিম পেইনের সাথে টস করেছে আর্চি। শুধু তাই নয়, আর্চি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে এটাও বলে দিয়েছে, ‘যদি আমাকে স্কোয়াডে সুযোগ দেন তাহলে আপনাকে বিরাট কোহলির উইকেট এনে দেব!’

প্রতিপক্ষের ক্যাপ্টেন ৭ বছরের শিশু হলেও ভারতীয় ক্যাপ্টেন কোহলিই তাকে সম্মান জানাচ্ছে জানিয়েছেন। ক্রিকেট ছাপিয়ে মানবতার জয় যেখানে প্রাধান্য পেয়েছে। জগতের সকল ক্ষেত্রে এভাবে জয় হোক মানবতার। এভাবেই লেভেল প্লেয়িং ফিল্ডে রচিত হল ভালবাসার বিরল গল্প।

লেগ স্পিনার আর্চি ১১ জনের স্কোয়াডে জায়গা না হলেও স্বপ্নপূরণ কিন্তু ঠিকই হয়েছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর্চি, ফিরে এসো মাঠে, খেলতে হবে লেভেল প্লেয়িং ফিল্ডে! ক্যাপ্টেন হতে হবে, বসতে হবে ক্ষমতার মসনদে! মনে রেখ, প্রতিপক্ষের জাঁদরেল সব ব্যাটসম্যানকে তোমার গুগলি দিয়েই ঘায়েল করতে হবে!

দুবাইতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ চলাকালীন সময়ে আর্চির সঙ্গে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারের যোগাযোগ হয়। এরপর বোর্ডার-গাভাস্কার সিরিজের অ্যাডিলেডের প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দেয় সে। আর্চিকে ঐতিহ্যবাহী ‘ব্যাগি গ্রিন’ পড়িয়ে দেন অফস্পিনার নাথান লায়ন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার পেজে দেওয়া ভিডিও তে দেখা যায়, এমসিজির মাঠে সকাল বেলা পুরো অস্ট্রেলিয়া দল দাঁড়িয়ে আছেন ছোট্ট আর্চিকে ঘিরে। এরপর তাকে ব্যাগি গ্রিন পড়িয়ে দেন লায়ন। এসময় অর্চির সতীর্থরা করতালিতে মুখর করে তোলে। ম্যাচ জয় নিয়ে আর্চির দর্শন তার জীবনের মত খুব একটা কঠিন নয়। ‘ছক্কা মার, উইকেট তুলে নেও’-এর মত সহজ দর্শনে অর্চি জিততে চায় প্রতিটি ম্যাচ।

এ সম্পর্কিত আরও খবর