ক্রাইস্টচার্চে বোল্ট ‘বিদ্যুৎ’! শ্রীলঙ্কা শেষ ১০৪ রানে

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-17 05:27:30

আশঙ্কাটাই সত্যি হলো। ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে শ্রীলঙ্কা বেশিদুর যেতে পারলো না। গুটিয়ে গেল প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তুলেছিলো ১৭৮ রান। তবে দ্বিতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের যোগাড় এখন বেশ ভালো। ২ উইকেট হারিয়ে তুলেছে ২৩১ রান। ম্যাচে সবমিলিয়ে ৩০৫ রানের এগিয়ে নিউজিল্যান্ড। উইকেট যেভাবে পেস বোলারদের সমর্থন দিচ্ছে তাতে নিশ্চিন্তে বলা যেতে পারে, ম্যাচ জেতার মতো সঞ্চয় স্বাগতিকরা পেয়ে গেছে।

দ্বিতীয়দিনের সকালে ক্রাইস্টচার্চের উইকেটে ‘বিদ্যুৎ’ চমকায়! যার নাম ট্রেন্ট বোল্ট! ডানহাতি এই পেসার সুইং ও গতির ঝড়ে শ্রীলঙ্কার ইনিংসকে একাই গুটিয়ে দেন। আগের দিনের ৮৮ রানে ৪ উইকেট নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা সকালের সেশনেই ১০৪ রানে অলআউট। মাত্র ৯ ওভারে শেষ তাদের বাকি ইনিংস! শেষ ৬ উইকেটে শ্রীলঙ্কার সঞ্চয় মোটে ১৬ রান! ট্রেন্ট বোল্ট তার এক স্পেলের ১৫ বলেই তুলে নেন লঙ্কার এই ৬ উইকেট। খরচ করেন মাত্র ৪ রান! সকালে বোল্ট নামের এক ঝড় উঠলো ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে। সেই ঝড়ে চোখের পলকেই শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ!

১৫ বলে ৪ রান খরচায় ৬ উইকেট! অনেকদিন মনে রাখার মতো একটা বোলিং স্পেল করলেন ট্রেন্ট বোল্ট! প্রথমদিন শ্রীলঙ্কার টপঅর্ডারের তিন উইকেট তুলে নিয়ে ঝড়োর ইঙ্গিত দিয়েছিলেন টিম সাউদি। দ্বিতীয়দিন লঙ্কার মিডলঅর্ডার থেকে লেটঅর্ডার-পুরোটাই একাই গুঁড়িয়ে দিলেন ট্রেন্ট বোল্ট। ১৫ ওভারে ৮ মেডেন ৩০ রানে ৬ উইকেট! টেস্টে এক ইনিংসে এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। বোল্টের বোলিং তোপের সামনে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের শেষ চার ব্যাটসম্যান কোন রানই করতে পারেননি! শেষের এই চারজনের স্কোরিং সংখ্যা এবং আউটের ধরনেও দারুণ মিল। চারজনই শূন্য রানে ফিরলেন। চারজনই এলবি বোল্টের বলে!

প্রথম ইনিংসে ৭৪ রানের বড় লিড পাওয়ার পর নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা যেভাবে করে তাতেই এই ম্যাচের বাকি চিত্র পরিস্কার হয়ে গেছে। টম লাথাম ও জিত রাভালের ওপেনিং জুটিতে নিউজিল্যান্ড তুলে নেয় ১২১ রান। রাভাল ফেরেন ৭৪ রান করে। কেন উইলিয়ামস দুই রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। দিনের বাকিটা সময় টম লাথাম ও রস টেলর বেশ স্বাচ্ছন্দের সঙ্গেই ব্যাটিংয়ে কাটিয়ে দেন। লাথাম ৭৪ ও টেলর ২৫ রান নিয়ে তৃতীয়দিনের সকাল শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে) নিউজিল্যান্ড ১ম ইনিঃ ১৭৮/১০ (৫০ ওভারে, টেলর ২৭, ওয়াটলিং ৪৬, সাউদি ৬৮, লাকমাল ৫/৫৪, কুমারা ৩/৪৯)।  শ্রীলঙ্কা ১ম ইনিঃ ১০৪/১০ (৪১ ওভারে, ম্যাথুস ৩৩*, রোশন সিলভা ২১, সাউদি ৩/৩৫, বোল্ট ৬/৩০)। নিউজিল্যান্ড ২য় ইনিংঃ ২৩১/২ (৭৯ ওভারে, রাভাল ৭৪, লাথাম ৭৪*, উইলিয়ামসন ৪৮, টেলর ২৫*, কুমারা ১/৬০, পেরেইরা ১/৫৯)।

এ সম্পর্কিত আরও খবর