বিশ্বকাপের সম্ভাব্য দল ঘোষণা পরেই প্রশ্ন উঠেছিল, দলে কেন নেই কোনো ডানহাতি স্পিনার। ছন্দে থাকলেও বিশ্বকাপ দলে কেন জায়গা হলো না রবিচন্দ্রন অশ্বিনের? তবে সেসব বিতর্ক ছাপিয়ে শেষ পর্যন্ত ঘরের মাঠের বিশ্বকাপ দল জায়গা হয় ডানহাতি এই অফ-স্পিনারের।
আসরে অন্যতম আগ্রাসী দল ভারত। অবশ্য সবচেয়ে আগ্রাসী বললেও কেউ দ্বিমত করার কথা না। টানা ১০ ম্যাচে অপরাজিত থেকে শিরোপা এক হাত দিয়ে রেখেছেন রোহিত শর্মা।
আসরে অশ্বিন খেলেছেন কেবল এক ম্যাচে। সেই অজিদের বিপক্ষেই। গত ৫ অক্টোবর আসরে নিজেদের শুরুর ম্যাচে ব্যাট হাতে শুরুটা বেশ ভালো পেয়েছিল অজিরা। তবে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে স্পিন আক্রমণ বেশ ভালোভাবেই সামলেছিলেন অশ্বিন। সেই ম্যাচে কেবল এক উইকেট পেলেও ১০ ওভারে দিয়েছিলেন কেবল ৩৪ রান।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অজিদের বিপক্ষে সিরিজে বেশ ভালো ছন্দে ছিলেন অশ্বিন। তবে কি দলের ট্রাম্প কার্ড হিসেবে একাদশে দেখা যেতে পারে এই স্পিনারকে?
শুরুর ম্যাচগুলোতে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দিয়েছেন মিচেল মার্শ। তবে পরে সেখানে যোগ দেয় আরেক বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। শুরুতেই দুই বাঁহাতি ওপেনারকে থামাতে ভালো সুবিধা আনতে পারে এক ডানহাতি স্পিনার।
তবে প্রশ্ন থেকে যায়, নিজেদের শেষ ছয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই ২২ গজ মাতাচ্ছে স্বাগতিকরা। আবার অন্যদিকে সেমিতেও স্পিনারদের খেলতে বেশ ভুগেছে অজিরা। সেখানে পরিবর্তন আনতে হলে বড়সড় পরিকল্পনার বিকল্প নেই। তবে এমন ম্যাচে এমন রিস্ক নেওয়ার বিরুদ্ধেই থাকার কথা স্বাগতিকের।