‘ফাইনালে রোহিতের ২-৩ ওভার বল করা উচিত’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-19 13:09:34

বল হাতে রোহিত শর্মা। এটা একদম নতুন কিছু না। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কিছু ম্যাচেই হাত ঘুরিয়েছেন পার্ট-টাইম বোলার হিসেবে। চলমান আসরের বেশ লম্বা সময় বাদেই তাকে দেখা গেল বল হাতে। প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে ডাচদের বিপক্ষে করেছেন কেবল পাঁচ বল, সেখানে পেয়েছেন এক উইকেট।

বিশ্বকাপের আজ (রোববার) শেষ ম্যাচ। এক যুগ পর নিজেদের মাটিতে আরও একটি শিরোপা জয়ের একদম দ্বারপ্রান্তে রোহিত-কোহলিরা। এমন ম্যাচে বল হাতে রোহিতকে আরও একবার দেখতে চান দলের সাবেক তারকা সুরেশ রায়না। অজিদের দুই ওপেনারই বাঁহাতি। এখানে রোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন ২০১১ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়াকে এক সাক্ষাৎকারে রায়না বলেন, “আমি বলব রোহিত শর্মার উচিত ২-৩ ওভার বল করা। যখন সামনের দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকে, তখন শুরুর দিকে এই ভূমিকা কার্যকরী হতে পারে।”

দলের মূল সারির একমাত্র ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজেদের ‘উইনিং ইলেভেন’ না ভেঙে অপরিবর্তিত দলে খেলেও রোহিতের এই ভূমিকা আরও বেশি প্রয়োজনীয় হতে পারে বলেও জানান রায়না।  

 

 

এ সম্পর্কিত আরও খবর