চলমান বিশ্বকাপের ফাইনালে সবাইকে চমকে দিয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। কারণ ধারণা করা হচ্ছিল এই ম্যাচে টস জয়ী দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে। কিন্তু কেন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজিরা? এর উত্তর টস প্রেজেন্টেশনের সময় দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।
কামিন্স বলেন, "টস জিতে বোলিং করারই ইচ্ছা ছিল। কারণ উইকেটে দেখে কিছুটা শুষ্ক মনে হচ্ছে। আর এই মাঠে রাতের বেলা শিশির বোলারদের বল গ্রিপ করতে সমস্যা করে। আমরা আমাদের দল নিয়ে ভীষণ গর্বিত। যেভাবে আমরা ফিরে এসেছি, এটা সত্যিই অসাধারণ।"
তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বলেছেন যে তিনি টস জিতে ব্যাটিংই নিতেন। পাশাপাশি এই উইকেটে একটি বড় পুঁজি গড়তে চান তারা।