আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে টস হেরে ব্যাট করছে ভারত। বরাবরের মতো এদিনও টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করেছে রোহিত শর্মার দল। ১১ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮২ রান।
ম্যাচের শুরু থেকে দারুণভাবে ব্যাট করতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও এদিন ব্যর্থ ছিলেন ওপেনার শুভমান গিল, করেছেন মোটে ৪ রান। তবে ভিরাট কোহলিকে সঙ্গে নিয়ে এদিন বেশ ভালোভাবেই ব্যাট করছিলেন রোহিত। একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন তিনি। যার কারণে অজি শিবিরে জেঁকে বসেছিল দুশ্চিন্তা। অপর দিকে আরেক ব্যাটার বিরাটও খেলছিলেন বেশ ভালো মেজাজেই। কিন্তু এরপরই অজিদের ম্যাচে ফেরান ম্যাক্সওয়েল, দলীয় ৭৬ রানে তিনি আউট করেন রোহিতকে (৭৬)। ব্যর্থ ছিলেন আগের দুই ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করা ব্যাটার আইয়ারও। মাত্র ৪ রান করে কামিন্সের বলে আউট হন তিনি।
অজিদের হয়ে এখন পর্যন্ত একটি করে উইকেট নিয়েছেন কামিন্স এবং ম্যাক্সওয়েল।