আর্সেনালের গোল উৎসবের রাতে ইউনাইটেডের হোঁচট

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-30 13:01:20

ড্র করলেই নিশ্চিত হতো শেষ ষোলোর জায়গা। তবে চ্যাম্পিয়নস লিগের গতকাল (বুধবার) রাতের ম্যাচে কেবল জয়ই না, ফ্রেঞ্চ ক্লাব লঁসের জালে রীতিমত গোল উৎসব চালিয়েছে আর্সেনাল। ৬-০ ব্যবধানের সেই জয়ে নিজেদের গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে পৌঁছাল গানাররা।

অন্যদিকে আরেক ইংলিশ ক্লাব দেখল আরেকটি হতাশার রাত। আগের চার ম্যাচে কেবল এক ম্যাচ জিতে শেষ ষোলোর পথ ইতিমধ্যেই দুর্গম করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই কাটা ঘায়ে আরও একটু নুনের ছিটা দিল তুর্কি ক্লাব গালাতাসারাই। শুরুতেই দুই গোলে এগিয়ে থেকে সহজ জয়ের দিকে থাকা রেড ডেভিলরা শেষ পর্যন্ত ড্র করল ৩-৩ গোলে

এমিরেটস স্টেডিয়ামে জয়ের দিনে বড় জয়ের দিনে আর্সেনাল গড়েছে এক ইতিহাস। প্রথমার্ধেই গানাররা করেছে পাঁচ গোল। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রথমার্ধে কোনো ইংলিশ ক্লাবের পাঁচ গোল করার ঘটনা এই প্রথম।

ম্যাচের ১৩তম মিনিটে গোল উৎসবের সূচনা করেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টস। প্রথমার্ধে এরপর একে একে গোল করেন গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্তিন ওদেগার্দ।

ম্যাচের ৮৩তম মিনিটে পেনাল্টি পায় আর্সেনাল। সেখানে জর্জিনিয়োর সফল স্পট কিকে ম্যাচের শেষ গোল পায় গানাররা।

অন্যদিকে, গালাতাসারাইয়ের মাঠে আলেহান্দ্রো গারনাচো ও  ব্রুনো ফের্নান্দেসের গোলে ১৮ মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ২৯তম মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান মরক্কান মিডফিল্ডার হাকিম জিয়েশ। সেখানে প্রথম ভুলটি করেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা। যদিও জিয়েশের নেওয়া ফ্রি-কিকে কিছুটা ডিফ্লেকশন ছিল।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট না পেরোতেই ব্যবধান বাড়ায় রেড ডেভিলরা। তবে সেই ৩-১ ব্যবধান থেকে ১৭ মিনিট পরই স্কোরলাইন দাড়ায় ৩-৩-এ। ৬২তম মিনিটে আবারও গালাতাসারাইয়ের ফ্রি-কিক, সেখানে আবারও জিয়েশ, আবারও ওনানার ভুল। এবার বল পুরোই ছিল ওনানার নাগাল, তবে হাত ফসকে জড়ায় জালে। ৭১তম মিনিটে আকতারকোগলু গোলে সমতা পায় স্বাগতিকরা।

এতেই শেষ ষোলোর দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল এরিক টেন হাগের দল। পাঁচ ম্যাচে কেবল ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’- এর তলানিতে তারা। শেষ ষোলোতে যেতে হলে শেষ ম্যাচ জয় ছাড়াও তাকিয়ে থাকতে হবে বাকি দুই দলের ম্যাচের দিকে।

এ সম্পর্কিত আরও খবর