২৭ বলে শেষ অজি প্রতিরোধ, বক্সিং ডে টেস্ট ভারতের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 07:46:26

বৃষ্টি নিয়েই যতো ভাবনা ছিল বিরাট কোহলির। আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছিল বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে বৃষ্টি এসে ধুইয়ে দিতেই পারে এমসিজির সবুজ মাঠ। সেই আতঙ্ক নিয়ে আগের রাতে ঘুমোতে গিয়েছিলেন ভারতীয় সমর্থকরা। ভাগ্য প্রসন্নই বলতে হবে। পঞ্চম দিনে কোন বাধা ছাড়াই জয়ের বন্দরে পা রাখল ভারত। কোন বাকী দুই উইকেট নিয়ে কোন প্রতিরোধই গড়তে পারল না অস্ট্রেলিয়া।

মাত্র ২৭ বলে শেষ অজিদের লড়াই। অনায়াসেই মেলবোর্ন টেস্ট জিতে ৪ টেস্টের সিরিজে এগিয়ে গেল ভারত। তৃতীয় টেস্টে কোহলির দল জিতল ১৩৭ রানে। ভারত এখন এগিয়ে ২-১ ব্যবধানে। এর অর্থ বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারছে না তারা।

বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট, সিডনিতে।

রোববার শেষ দিনে মিশন ইমপসিবলের সামনে দাঁড়িয়ে ছিল ভারত। ৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া তুলে ৮ উইকেটে ২৫৮ রান। জয়ের জন্য রোববার তাদের দরকার ছিল ১৪১ রান। ভারতের দরকার মাত্র দুটি উইকেট। এ অবস্থায় দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট ২৬১ রানে। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উড়ল ভারতের পতাকা। বক্সিং ডে টেস্ট হেসে-খেলে জিতে নিয়েছে সফরকারীরা। সকালে প্যাট কামিন্সকে ফিরিয়ে জাসপ্রিত বুমরাহ প্রথম আঘাত হানেন। এরপর নাথান লায়নকে আউট ইশান্ত শর্মা আনন্দে ভাসান দলকে। ধরা দেয় অসাধারণ এক জয়।

বক্সিং ডে টেস্টে ৮৬ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার বুমরাহ।

মেলবোর্নে জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এর আগে ছিল সৌরভ গাঙ্গুলির দখলে। ‘অ্যাওয়ে টেস্ট’-এ ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১ টেস্ট জিতেন প্রিন্স অব ক্যালকাটা। কোহলি ২৪ টেস্টে নেতৃত্ব দিয়ে ছুঁয়ে ফেললেন সৌরভকে।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত ১ম ইনিংস: ৪৪৩/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৫১/১০
ভারত ২য় ইনিংস: ১০৬/৮ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৯) ৮৯.৩ ওভারে ২৬১/১০ (কামিন্স ৬৩, লায়ন ৭, হেইজেলউড ০*; ইশান্ত ২/৪০, বুমরাহ ৩/৫৩, জাদেজা ৩/৮২, শামি ২/৭১, বিহারি ০/৭)
ফল: ভারত ১৩৭ রানে জয়ী
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ

এ সম্পর্কিত আরও খবর