৮ দলের অংশগ্রহণে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মহান বিজয় দিবস (পুরুষ) কাবাডি।
এই আসরে অংশ নেয়া দলগুলো হচ্ছে- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, মেঘনা কাবাডি ক্লাব, ডিএমপি কাবাডি ক্লাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ জেল, গোপালগঞ্জ কাবাডি ক্লাব এবং মৌলভীবাজার কাবাডি ক্লাব।
প্রথম রাউন্ডে দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। দুই গ্রুপের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে।
আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। আজ পল্টনের কাবাডি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক যৌথসভায় এমন তথ্য জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সরোয়ার হোসেন।