মিরপুরের উইকেট সবচেয়ে বাজে: সাউদি

ক্রিকেট, খেলা

বার্তা২৪ স্পোর্টস | 2023-12-09 21:00:51

স্পিন-স্বর্গ বানিয়ে কিউইদের কুপোকাত করার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু সে ভাবনায় গুঁড়েবালি। ব্যাটারদের জন্য নরকে পরিণত হওয়া মিরপুরের উইকেটে টেস্ট হয়েছে এক দিন আগেই। আর সে টেস্টে বাংলাদেশের ভাগ্যে জুটেছে ৪ উইকেটে হার। তবে জয়ের পরও উইকেটের আচরণ নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানাতে পিছপা হননি নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।

র‍্যাঙ্ক টার্নারের রেসিপি একেবারেই রোচেনি কিউই পেসারের। এমনকি নিজের ক্যারিয়ারের যত উইকেটে খেলেছেন, তার মধ্যে সবচেয়ে বাজে মনে হয়েছে তার কাছে, ‘সম্ভবত আমার জীবনের সবচেয়ে বাজে উইকেট এটা। যেমনটা আমি বললাম, বল আর ব্যাটের মাঝে পার্থক্যটা ছিল বিশাল। উইকেটে বোলারদের প্রতি সাহায্যটা ছিল অনেক বেশি। ১৭০ ওভারে ম্যাচ শেষ, তো বুঝাই যাচ্ছে!’

তবে এমন উইকেটেও শেষমেশ জিতেছে তার দল নিউজিল্যান্ডই। তাই আনন্দটা সাউদির একটু বেশিই। তার কথা, ‘এই উইকেটে আমাদের লড়াই, শেষে ম্যাচ জেতাটা তাই বেশি আনন্দ দিচ্ছে।’

সিলেটে সিরিজের প্রথম টেস্টে হেরে বসেছিল নিউজিল্যান্ড। প্রথমবার টেস্টে বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের সম্ভাবনাও জেগেছিল তাতে। এই মানসিক চাপটা সামলে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এমন জয়; সাউদির কণ্ঠে তাই ঝরে পড়ল স্বস্তি। 

তার ভাষ্য, ‘বিশ্বের এই অংশে আপনি যখন আসেন, তখন বিশেষ করে আমাদের জন্য কাজটা বেশ কঠিন হয়, কারণ আমাদের জন্য এই কন্ডিশনটা বেশ অচেনা। টেস্টে আরও বেশি হয়। এখানে এসে, টসে হেরে এমন উইকেটে খেলেও জেতাটা খুবই তৃপ্তিদায়ক। অনেক খেলোয়াড় অবদান রেখেছে এই ম্যাচে, প্রথম টেস্টের পর সিরিজে সমতা ফেরাতে পেরে বেশ ভালো লাগছে।’

এ সম্পর্কিত আরও খবর