ইতিহাস গড়ে আইসিসি বর্ষসেরা দলে রুমানা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 01:43:38

২০১৮ সালটা মনে রাখার মতোই ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বিশেষ করে টি-টুয়েন্টিতে দুর্দান্ত খেলেছে দলটি। প্রথমবারের মতো জিতেছে এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা। সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকাটা ছিল রুমানা আহমেদের। তার পুরস্কারটাও তখন পেয়েছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচসেরা। এশিয়া কাপে ৬ ম্যাচে নেন ১০ উইকেট। ব্যাটে তুলেন ৭৫ রান।

সেই সাফল্যের আরেকটা পুরস্কার মিলল বছর শেষে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা দলে জায়গা পেলেন বাংলাদেশের কোন নারী ক্রিকেটার। সেই ক্রিকেটারটি রুমানা আহমেদ। তিনি আছেন আইসিসি বর্ষসেরা টি-টুয়েন্টি দলে।

২০১৮ টি-টুয়েন্টি বর্ষসেরা নারী দলের অধিনায়ক ভারতের হারমানপ্রিত কৌর। টি-টুয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার আছেন একাদশে। ভারতের তিন আর নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে আছেন একজন করে ক্রিকেটার।

একাদশে অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন রুমানা। লেগস্পিন-ব্যাটিং দুটোতেই সফল তিনি। এরইমধ্যে ৫৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৫২ উইকেট। তুলেছেন ৬৬৩ রান।

এ সম্পর্কিত আরও খবর