ফের পথ হারাল রিয়াল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:10:55

উত্থান-পতনে এগিয়ে চলছে রিয়াল মাদ্রিদ। ধারাবাহিকতা নেই ফেভারিটদের খেলায়। এবার অনেকটা ‘পঁচা শামুকে পা কাটল’ তাদের। নীচের সারির দল ভিয়ারিয়াল চমকে দিল সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে। সান্তিয়াগো সোলারির দল প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারল না!

স্প্যানিশ লা লিগা ম্যাচে বৃহস্পতিবার রাতে রিয়ালকে ২-২ গোলে আটকে দিয়েছে ভিয়ারিয়াল। ম্যাচে প্রথমেই পিছিয়ে পড়ে ফেভারিটরা। সান্তি কাসোরলার গোল অবশ্য শোধ করেন করিম বেনজেমা। এরপর রাফায়েল ভারানে এগিয়ে দেন রিয়ালকে। কিন্তু শেষে এসে সর্বনাশ!

বিশ্বক্লাব বিশ্বকাপ জয়ের রেশ নিয়েই খেলতে নেমেছিল রিয়াল। কিন্তু কে জানতো ক্লাব ফুটবলের বিশ্বসেরা দলটিকে এভাবে শুরুতেই চমকে দেবে ভিয়ারিয়াল? খেলার চার মিনিটে এগিয়ে যায় রেলিগেশনের শঙ্কায় থাকা দলটি। কাসোরলার গোলে চমকে যায় রিয়াল শিবির।

যদিও কিছুক্ষণ পরই সতায় ফেরায় ফেভারিটরা। বেনজেমার গোলে স্বস্তি আসে ভক্তদের মনে। এটি এবারের লা লিগায় এই ফরাসি তারকা ৭ নম্বর গোল। সেই গোলের রেশ থাকতেই ২০তম মিনিটে টনি ক্রসের ভাসানো ফ্রি-কিকে হেড আরেক ফরাসি ভারানের (২-১)।

মনে হচ্ছিল এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়বে রিয়াল। কিন্তু ৮২তম মিনিটে এসে এলোমেলো হয়ে গেল ছক। কাসোরলার আরেক গোলে চমকে যায় রিয়াল ভক্তরা। প্রতিপক্ষের মাঠে এই ড্র লড়াইয়ে আরো পিছিয়ে দিল রিয়ালকে।

লা লিগায় এ পর্যায়ে ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৪ পয়েন্ট নিয়ে এরপরই আতলেতিকো মাদ্রিদ। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।

এ সম্পর্কিত আরও খবর