আশরাফুলের পাশেই আছেন মুশফিক

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 02:57:27

নির্বাসনের দিন শেষে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দরজাও খুলেছে মোহাম্মদ আশরাফুলের। অনেক আবেগ জড়িয়ে আছে এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে। এই টুর্নামেন্টেই ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল করেছিলেন তিনি। জড়িয়ে পড়েছিলেন স্পট ফিক্সিংয়ে। তারই পথ ধরে কঠিন শাস্তিও পেতে হয়েছে। সব ধরণের ক্রিকেটেই ছিলেন নিষিদ্ধ। সেই অন্ধকার সময় শেষে পাঁচ বছর পর আবারো ২০ ওভারের এই ক্রিকেটে দেখা মিলবে আশরাফুলের। খেলবেন চিটাগং ভাইকিংসে।

নতুন এই চ্যালেঞ্জে মাঠে নামার আগে সুখবর জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটারের। কারণ দলের অধিনায়ক মুশফিকুর রহিম আছেন তার পাশে। জাতীয় দলের সাবেক সতীর্থকে স্বাগত জানিয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। শুক্রবার মুশফিক যেমনটা বলছিলেন, ‘সত্যি বলতে কী তিনি অনেক কষ্ট করেছেন। নিষেধাজ্ঞা থেকে ফিরে ঘরোয়া ক্রিকেট ভালো করেছেন। আশা করি বিপিএলেও ভালো খেলবেন। তিনি ভালো খেললে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’

শনিবার মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম দিন দুপুর সাড়ে ১২টায় উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মুশফিকের চিটাগং ভাইকিংস। তাদের প্রতিক্ষ মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।

এবারের বিপিএলে দল পাওয়া নিয়ে ঢের নাটকের মুখোমুখি হয়েছেন মুশফিক। শেষ পর্যন্ত চিটাগংয়ে নাম লেখান তিনি। একইসঙ্গে নেতৃত্বেও আছেন রাজশাহীর সাবেক এই ক্রিকেটার। নতুন দলে এই দ্বায়িত্বটা পেয়ে যারপরনাই খুশি মুশফিক। বলেন, ‘নেতৃত্ব দেওয়া অবশ্যই সম্মানের ব্যাপার। পাশাপাশি চ্যালেঞ্জিংও। প্রত্যাশা বেশি থাকে। দলের মালিকপক্ষ বা সমর্থকদের পক্ষ থেকেও চাপ তৈরি হয়। অনেক দিন পর নেতৃত্বে এসেছা। চিটাগংকে গত টুর্নামেন্টের চেয়ে ভালো একটা ফল এনে দেওয়ার চেষ্টা করবো।’

তবে সেই মিশনে শুরুতেই কঠিন প্রতিপক্ষ সামনে। মাশরাফির রংপুরকে সামাল দেওয়া সহজ হবে না। মুশফিক জানাচ্ছিলেন, ‘প্রথম ম্যাচ, সবাই ভালোভাবে শুরু করতে চায়। আমাদের তেমনই লক্ষ্য। ওরা বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আমাদেরও কয়েকজন দক্ষ টি-টুয়েন্টি খেলোয়াড় আছে। যাদের নিয়ে আমরা খুব ভালো একটা ম্যাচ শুরু করতে পারব বলে আত্মবিশ্বাসী আমি।’

এ সম্পর্কিত আরও খবর