শুরুতেই রংপুরের ব্যাটিং তাসের ঘর!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-18 14:27:53

শুরুর কোনকিছুই ভাল হলো না চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। টসে হারলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে দলের টপঅর্ডার পুরোদুস্তর বেসামাল! ছত্রখান!! শুরুর ২০ বলের মধ্যেই নেই ৪ উইকেট! স্কোরবোর্ডে জমা মোটে ১৪ রান।

খানিকবাদে সেই অবস্থা আরো শোচনীয় হয়ে উঠলো। ৩১ রানে নেই ৬ উইকেট। রংপুরের ইনিংসের বয়স তখনো মাত্র ৯ ওভার। আউট হওয়ার শুরুর ছয় ব্যাটসম্যানের কেউ রানের ডাবল অংকে পৌছাতে পারেননি। শুরুর ১০ ওভারের মধ্যেই ব্যাটিং বির্পযস্ত দলকে বাঁচাতে মাঠে নেমে পড়তে হলো অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে! অধিনায়কও ব্যাটিংয়ে ভরসা হয়ে দাঁড়াতে পারলেন না। ৩৫ রানে ৭ উইকেট হারিয়ে রংপুর তখন বিপিএলের সর্বনিন্ম রানের লজ্জায় পড়ায় আশঙ্কায়!

শুরুতেই চিটাগাং ভাইকিংসের পেসার ফ্রাইলিঙ্ক একাই ‘ফ্রাই’ করে দিলেন রংপুরের টপঅর্ডার। শুরুর চার উইকেটের মধ্যে তিনটিই তার শিকার।

অ্যালেক্স হেলস গেলেন সবার আগে। ম্যাচে নিজের প্রথম বলেই এলবিডব আউট ইংল্যান্ডের ওপেনার। তবে রিপ্লে দেখলে এই আউট নিয়ে কিছুটা দুঃখ করতেই পারেন হেলস। তবে রিভিউ নিলেও বাঁচার উপায় ছিলো না তার। আম্পায়ার্স কলের ফাঁড়ায় পড়ে যেতেন।

শূন্য রানে হেলসের আউটের একবল পরেই দ্বিতীয় ধাক্কা খায় রংপুর। মোহাম্মদ মিঠুন ম্যাচে নিজের দ্বিতীয় বল খেলেই বোল্ড! বোলার সেই একই ফ্রাইলিঙ্ক! ১০ বল খেলার পর মেহেদি মারুফও স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন ১ রান করে। নিজের প্রথম দুই স্পেলেই ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ফ্রাইলিঙ্ক রংপুরের ব্যাটিং রং ধুয়ে দিলেন!

অন্যপ্রান্ত থেকে আবু জায়েদ রাহীও বল হাতে জ্বলে উঠেন। এই মৌসুমে খুলনা টাইটানস ছেড়ে চিটাগাং ভাইকিংসে যোগ দিয়েছেন রাহী। নিজের ওপেনিং স্পেলে রাহী রংপুরের মিডলঅর্ডার ব্যাটসম্যান রাইলি রুশোকে ফিরিয়ে দেন। স্লিপ দিয়ে বল গলিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন রুশো। বল উইকেট কিপারের হাতে জমা হয়। ৬ বলে ৭ রান করে ফিরলেন এই দক্ষিণ আফ্রিকান।

স্পিনার নাঈম হাসান বল হাতে নিতেই সাফল্য পেলেন। বেনি হলওয়েল ও ফরহাদ রেজাকে ফেরালেন তিনি। পেস-স্পিন কোনকিছুই ঠিক মতো সামাল দিতে পারেনি রংপুরের শুরুর কোন ব্যাটসম্যান
এই ম্যাচ দিয়েই দুই আসর পরে বিপিএলে মোহাম্মদ আশরাফুল ফিরে এলেন। আশরাফুল এই মৌসুমে খেলছেন চিটাগং ভাইকিংসের হয়ে।

এ সম্পর্কিত আরও খবর