প্রস্তুতির মতো যুব বিশ্বকাপের শুরুটাও ধাক্কা দিয়েই হয়েছে বাংলাদেশের। ২০২০ সালে এই ভারতকে হারিয়েই নিজেদের প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। গত বছরের এশিয়ান চ্যাম্পিয়নের যাত্রাতেও শিবলি-রাব্বিদের কাছে পাত্তা পায়নি ভারত। তবে সেই জয়ের যাত্রা এবার ধরে রাখতে পারলো না যুবারা। চলতি আসরে নিজেদের শুরুর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৮৪ রানের হারে মাহফুজুর রহমান রাব্বির দল।
এতে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘ডু অর ডাই’। গ্রুপ পর্বের বাঁধা শক্তভাবে পেরোতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের হাতে। এতে আজ (শনিবার) আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়, আগের ম্যাচের ভেন্যু, ব্লুমফন্টেইনে।
আইরিশরা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও তাদের সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের হাতে। কেননা নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র বিপক্ষে ৭ উইকেটের বড় পেয়েছে ইউরোপিয়ান দলটি। তাই তাদের নিয়ে বাড়তি সতর্কতায় থাকতে চাইবে মারুফ-আরিফুলরা।
আগের ম্যাচে বোলিংটা মারুফ মৃধা একা সামলে নিলেও, ব্যাটিংটা হয়েছে দলীয় ব্যর্থতায়। এতে ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে ব্যাটিংটাকেই বেশি প্রাধান্য দিতে চাইবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।