পাকিস্তানকে উড়িয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:35:40

চমকের সুযোগই ছিল না! জয়ের মঞ্চ তৈরি ছিল আগেই। রোববার কেপটাউন টেস্টে শুধু আনুষ্ঠানিকতাটাই সারল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে একদিন আগেই জিতে নিয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ৯ উইকেটের সেই অনায়াস জয়ে নিশ্চিত হয়ে গেছে সিরিজের ট্রফিও।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে অলআউট হয়েছিল আগের দিনই। যার ফলে জিততে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪১ রান। যা প্রোটিয়ারা তুলে নিয়েছে মাত্র ৫৯ বলে। জিততে রোববার টেস্টের চতুর্থ দিনে এক ঘন্টাও লাগল না। ৯ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে স্বাগতিকরা।

নিউল্যান্ডসে সকালে অবশ্য ব্যাট হাতে নামতে পারলেন না দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মারক্রাম। তার বদলে ডিন এলগারের সঙ্গে ওপেন করেন টিউনিস ডি ব্রুইন। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন নি ব্রুইন। আবার মোহাম্মদ আমিরের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা। বল এসে কনুইয়ে লাগলে রিটায়ার্ড হার্ট হতে বাধ্য হন তিনি।

তারপর অধিনায়ক ফাফ ডু প্লেসিস আর এলগার দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ২৪ রানে অপরাজিত থাকেন এলগার। ম্যাচসেরা প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডু প্লেসিস।

শুক্রবার জোহানেসবার্গে শুরু সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। যেখানে হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নামবে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ১৭৭/১০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৩১/১০
পাকিস্তান ২য় ইনিংস: ২৯৪/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৪১) ওভারে ৯.৫ ওভারে ৪৩/১ (এলগার ২৪*, ডি ব্রুইন ৪, আমলা আহত অবসর ২*, ডু প্লেসিস ৩*; আমির ০/১৭, আব্বাস ১/১৪, আজহার ০/৮)
ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফাফ ডু প্লেসিস

এ সম্পর্কিত আরও খবর