পথ হারাল রিয়াল, দুর্দান্ত জয় পিএসজির

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 14:00:37

২০১৯ সালটা মোটেও ভাল হচ্ছে না রিয়াল মাদ্রিদের। এবার রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেই গেল ফেভারিটরা। এর আগে বছরের প্রথম ম্যাচে তাদের আটকে দিয়েছিল ভিয়ারিয়াল। দুটো ম্যাচে ব্যর্থতায় বছর শুরু হলো দলটির। কিন্তু নিজেদের মাঠে রোববারের হারটাকে মেনে নিতে কষ্ঠ হচ্ছে রিয়াল ভক্তদের।

সান্টিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে রিয়ালকে হারিয়ে চমকে দিয়েছে সোসিয়েদাদ। নীচের সারির এই ক্লাবটির বিপক্ষে হারে শিরোপা লড়াই থেকেও অনেকটা পিছিয়ে পড়ল জায়ান্টরা।

আগের ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে ১ পয়েন্ট তুলে নিলেও এবার পুরোপুরি ব্যর্থ রিয়াল। ম্যাচের শুরুতেই পথ হারিয়ে ফেলে দলটি। খেলার তৃতীয় মিনিটে পিছিয়ে পড়ে। মিকেল মেরিনোকে ডি-বক্সে ফাউল করেন কাসেমিরো। পেনাল্টি পায় সোসিয়েদাদ। স্পট কিক থেকে গোল করতে ভুল করেন নি উইলিয়ান জোসে।

অবশ্য খেলার ২২তম মিনিটে লুকা মডরিচের শট একটুর জন্য আশ্রয় নেয়নি প্রতিপক্ষের জালে। আবার বিরতির আগে সুযোোগ হাতছাড়া করেন লুকাস ভাসকেস। অবশ্য ৫২তম মিনিটে আরেকটি গোল হজম করতে যাচ্ছিল রিয়াল। কিন্তু আদনান ইয়ানুজাইয়ের শট একটুর জন্য নিশানা খুঁজে নিতে পারেনি।

খেলার ৬০তম মিনিটে রিয়াল দশজনের দল হয়ে যায়। মেরিনোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বিদায় নেন ভাসকেস। এ সুযোগে দশজনের দলটিকে চেপে ধরে প্রতিপক্ষের ফুটবলাররা। ৮৩তম মিনিটে এসে রিয়াল রক্ষণভাগের ভুলে গোল তুলে নেন রুবেন পার্দো (২-০)।

এবারের লা লিগায় রিয়ালের এটি ছয় নম্বর হার। ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দলটি। ২২ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদ আছেন ১২ নম্বরে। ১৮ ম্যাচ শেষে এক নম্বর অবস্থানে থাকা বার্সেলোনার অর্জন ৪০ পয়েন্ট।

এদিকে ফরাসি কাপের ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তারা ৪-০ গোলে হারিয়েছে স্তাদে প্রন্তিভিকে। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে নেইমার-কিলিয়ান এমবাপেরা বল পায়ে ঝড় তুললেন।

ম্যাচে জায়ান্টদের হয়ে গোল তিনটি করেন নেইমার, কিলিয়ান এমবাপে ও জুলিয়ান ডেক্সলার। অন্য গোলটি আত্মঘাতি। রোববার রাতে নবম রাউন্ডের ম্যাচে এই জয়ে সেরা ৩২-এ জায়গা করে নিয়েছে পিএসজি।

এ সম্পর্কিত আরও খবর