ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল ভারত

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:43:28

অস্ট্রেলিয়ার মাঠে ইতিহাস গড়ার মঞ্চ তৈরিরই ছিল। সিডনি টেস্টে জয় নয়, ড্র হলেই হাতের মুঠোয় ধরা দিতো সোনার হরিণ। বৃষ্টির বাধায় সোমবার শেষ দিনের খেলা ভেস্তে যাওয়াতে ড্র হলো সিডনি টেস্ট।  বিরাট কোহলির হাত ধরে লেখা হলো নতুন এক ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ল ভারত।

৪ ম্যাচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে আনন্দে ভাসল ভারতীয় ক্রিকেট দল। উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল তারা।

অ্যাডিলেডের পর মেলবোর্নে টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে এগিয়ে ছিল বিরাট কোহলির দল। সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেড টেস্টে ৩১ রানে জিতে ভারত। এরপর পার্থ টেস্টে ১৪৬ রানে হারে সফরকারীরা। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে জিতে সিরিজ জয়ের পথে এগিয়ে যায়। সিডনিতে দারুণ দাপটে জয়ের পথে ছিল সফরকারীরা। কিন্তু বৃষ্টির বাধায় সোমবার পঞ্চম ও শেষ দিনের খেলা পণ্ড হয়ে যাওয়ায় অবশ্য ক্ষতি হয়নি। সিডনিতে না জিতলেও সিরিজের ট্রফি ঠিকই ধরা দিল কোহলির হাতে।

সেই ১৯৪৭-৪৮ মৌসুমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যায় ভারত। সব মিলিয়ে ১২বার দেশটিতে টেস্ট সিরিজ খেলতে গেলেও টেস্ট সিরিজ জয় অধরা হয়েই ছিল। এবার ঐতিহাসিক সাফল্য মিলল।

এর আগে ১৯৮০-৮১, ১৯৮৫-৮৬ ও ২০০৩-০৪ মৌসুমে তিনটি অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ ড্র করে ফিরেছিল। এবার জয়ের তৃপ্তি নিয়েই ভারতে ফিরবেন বিরাট কোহলিরা।

৭০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন কোহলি। সিডনি টেস্ট ও সিরিজের সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা। ৪ টেস্টে ৩ সেঞ্চুরিতে ৫২১ রান করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০৪.৫ ওভারে ৩০০/১০ (হ্যান্ডসকম ৩৭, কামিন্স ২৫, স্টার্ক ২৯*, লায়ন ০, হেজেলউড ২১; শামি ২/৫৮, বুমরাহ ১/৬২, জাদেজা ২/৭৩, কুলদীপ ৫/৯৯, বিহারি ০/২)
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলোঅন) ৪ ওভারে ৬/০ (খাজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)
ফল: টেস্ট ড্র
ম্যাচসেরা: চেতেশ্বর পুজারা
সিরিজ: ৪ ম্যাচ টেস্ট সিরিজে ভারত ২-১ এ জয়ী
সিরিজসেরা: চেতেশ্বর পুজারা

এ সম্পর্কিত আরও খবর