একতরফা ম্যাচে ঢাকার বিশাল জয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 16:57:04

একেই বলে একতরফা ম্যাচ।

ঢাকার ১৯২ রানের জবাবে খুলনা শেষ ৮৭ রানে। একেবারে প্রতিদ্বন্ধিতাহীন, ম্যাড়মেড়ে ভঙ্গিতে ম্যাচ হারলো খুলনা টাইটাইনস। যে ভঙ্গিতে ব্যাট করলো খুলনা তাতে এই ম্যাচে তারা দু’বার ব্যাট করলেও সম্ভবত ঢাকার স্কোর টপকে যেতে পারতো না। অনায়াস ভঙ্গিতে ১০৫ রানে ম্যাচ জিতলো ঢাকা ডায়নামাইটস।

বিপিএলের ইতিহাসে এটি রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ হারের ব্যবধান।

৮৭ রানে গুটিয়ে গেল খুলনার ইনিংস। তাও আবার মাত্র ১৩ ওভারে! ষষ্ঠ বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচই হারলো খুলনা টাইটানস। অন্যদিকে হট ফেভারিটের ভঙ্গিতেই টুর্নামেন্টের দুই ম্যাচেই বড় জয় নিয়ে দলীয় স্লোগানের সুরেই গান গাইছে ঢাকা ডায়নামাইটস; জিতবে ঢাকা, দেখবো দেশ!

রান তাড়ায় নামা খুলনার ইনিংস হঠাৎ করেই যেন গুটিয়ে গেল। শেষ পাঁচ উইকেট হারালো তারা মাত্র ৪ রান যোগ করে। তাও কেবল ৮ বলের ব্যবধানে। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় শেষ ব্যাটসম্যান হিসেবে আলী খান ব্যাটিংয়ে নামতে পারলেন না।

ব্যাটিংয়ে গোল্ডেন ডাক পাওয়া ম্যাচে বল হাতে দুঃখটা পুষিয়ে দিলেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। করলেন ১৮ রানে ৩ উইকেট শিকার।

সংক্ষিপ্ত স্কোর: ঢাকা ডায়নামাইটস: ১৯২/৬ (২০ ওভারে, জাজাই ৫৭, নারিন ১৯, রনি তালুকদার ২৮, সাকিব ০, পোলার্ড ২৭, রাসেল ২৫, শুভাগত ১১*, নুরুল হাসান ৯*, ডেভিড ভিসা ২/২৪, স্টার্র্লিং ২/২, আলী খান ১/২৬)। খুলনা টাইটানস: ৮৭/১০ (১৩ ওভারে, জুনায়েদ ৩১, শান্ত ১৩, আরিফুল ১৯, সাকিব ৩/১৮, নারিন ২/২০, শুভাগত ১/৪, মোহর শেখ ১/১৩)। ফল: ঢাকা ডায়নামাইটস ১০৫ রানে জয়ী। ম্যাচসেরা: হযরতউল্লাহ জাজাই।

এ সম্পর্কিত আরও খবর