মাশরাফির ম্যাচে রংপুরের আয়েশি জয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 00:37:11

কুমিল্লা ভিক্টেরিয়ান্স ৬৩ রানে গুটিয়ে যাওয়ার পর এই ম্যাচের বাকিটুকু ছিলো কেবল আনুষ্ঠানিকতা। রংপুর রাইডার্স ৯ উইকেটে ম্যাচ জিতে বেশ সুচারুভাবেই সেই আনুষ্ঠানিকতা পুরো করলো; একেবারে আয়েশ করে।
ম্যাচের নায়ক মাশরাফি বিন মর্তুজা। রংপুর রাইডার্সের অধিনায়ক টসে জিতে বোলিং বেছে নেন। টানা চার ওভার বল করে ৪ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং লাইনআপ। ১১ রান খরচায় ৪ উইকেট বিপিএলে মাশরাফির সেরা বোলিং পারফরমেন্স।

কুমিল্লার শুরুর পাঁচ উইকেটের মধ্যে চার উইকেটই উপড়ে দেন মাশরাফি। প্রথম ওভারে কোন উইকেট পাননি। তবে ম্যাচের সেই ওভারেই মাশরাফি জানিয়ে দেন-এই ম্যাচে বড় কিছু করতেই নেমেছেন তিনি। দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে ফিরিয়ে তার উইকেট শিকার শুরু। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা দিলেন! প্রথমে ইমরুল কায়েস। দুই বল পরে এভিন লুইস ড্রেসিংরুমে ফেরত। ৩ ওভারে ১১ রানে ৩ উইকেট!

ভাবছেন এটাই শেষ?

আরে নাহ্! নিজের শেষ ওভারে আরো বড় ম্যাজিক জমিয়ে রেখেছিলেন মাশরাফি যেন। তার সেই ওভারের প্রথম তিন বল থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভেন স্মিথ কোন রানই করতে পারেননি। চতুর্থ বল থেকে রান নেয়ার সর্বাত্মক চেষ্টা চালান। কিন্তু তার সেই চেষ্টা থেমে গেলো শর্ট মিডঅফে ফরহাদ রেজার হাতে ক্যাচ হয়ে। মাশরাফির সেই ওভারের শেষের দুই বল থেকে কোন রানই নিতে পারেনি আনামুল হক বিজয়। উইকেট মেডেন! মাঠের বিগস্ক্রিনে মাশরাফির বোলিং বিশ্লেষণ দেখাচ্ছিলো ৪ ওভারে ১ মেডেন ১১ রানে ৪ উইকেট।

১৮ রানে পাঁচ উইকেট হারানো ধুঁকে চলা কুমিল্লার ইনিংস থেমে গেলো ৬৩ রানে। বিপিএলে এটি কুমিল্লার সর্বনিন্ম স্কোর। সেই রান টপকে যেতে রংপুর রাইডার্স ক্রিস গেইলকে হারালেও বিশাল ব্যবধানে ম্যাচ জিততে তেমন কষ্ট করতে হয়নি তাদের।

তিন ম্যাচে দুই জয় নিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের বিপিএলেরা নতুন মৌসুমের শুরুটা বেশ ভালই হলো। আর এক ম্যাচে শেষ ওভারে এসে জয় এবং পরের ম্যাচে চরম বাজে হারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের আনন্দ-বেদনার উভয় রূপই দেখলো।

সংক্ষিপ্ত স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৬৩/১০ (১৬.২ ওভারে, তামিম ৪, লুইস ৮, ইমরুল ২, স্মিথ ০, মালিক ০, আনামুল ২, আফ্রিদি ২৫, সাইফুদ্দিন ৭, মেহেদি ৬, আবু হায়দার ৫, শহীদ ০, মাশরাফি ৪/১১, নাজমুল অপু ৩/২০, শফিউল ২/৮)। রংপুর রাইডার্স: ৬৭/১ (১২ ওভারে, গেইল ১, মেহেদি মারূফ ৩৬*, রুশো ২০*)। ফল: রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা: মাশরাফি বিন মর্তুজা।

এ সম্পর্কিত আরও খবর