মেন্ডিস-ধনঞ্জয় সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-20 15:44:04

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের গড়া ৫১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ নৈপুণ্য দেখাচ্ছে শ্রীলঙ্কাও। শূন্য রানে এক উইকেট হারালেও একেবারে শুরুর সেই ধাক্কাটা দ্রুতই সামাল  দিয়েছেন লঙ্কানরা। দ্বিতীয় উইকেটেই ২৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছেন কুশল মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা। দুজনেই পূর্ণ করেছেন শতক। গতকাল চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেই শতকের দেখা পেয়েছিলেন ধনঞ্জয়। আজ তৃতীয় দিনের শুরুতেই তার পাশে নাম লিখিয়েছেন কুশল মেন্ডিস। দুজনেই উইকেটে আছেন শতরান পূর্ণ করে। ধনঞ্জয় ব্যাটিং করছেন ১৪৩ রান নিয়ে। আর মেন্ডিস অপরাজিত আছেন ১০২ রানে। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার স্কোরবোর্ডে একটি রানও জমা করতে পারেননি শ্রীলঙ্কার দুই ওপেনার। তৃতীয় ওভারে আঘাত হেনেছিলেন মেহেদী হাসান মিরাজ। শূন্য রানে সাজঘরে পাঠিয়েছিলেন দিমুথ করুণারত্নেকে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৫১৩ রান। মুমিনুল হকের ১৭৬, মুশফিকুর রহিমের ৯২, মাহমুদউল্লাহর অপরাজিত ৮৩, তামিম ইকবালের ৫২, ইমরুল কায়েসের ৪০ রানের ইনিংসগুলোতে ভর করে প্রথম ইনিংসে শক্ত অবস্থানই গড়ে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর