শেষ আটে এক পা রিয়ালের; জেসুসের চার গোল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:13:34

টানা দুই ম্যাচে হোঁচটের অবশেষে পথে ফিরল রিয়াল মাদ্রিদ। ২০১৯ সালে সার্জিও রামোসরা পেলেন প্রথম জয়ের দেখা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লেগানেসকে হারিয়ে কোপা দেল রের শেষ আটে এক পা দিয়েছে রিয়াল। একইভাবে ইংলিশ লিগ কাপে অনায়াস জয় পেল ম্যানচেস্টার সিটি। তৃতীয় সারির ক্লাব বার্টন অ্যালবিওনকে উড়িয়ে দিয়েছে তারা। তাদের বিপক্ষে ৯-০ গোলের জয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করেছে। গাব্রিয়েল জেসুস একাই করেছেন ৪ গোল।

বুধবার রাতে সান্টিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে হেসে খেলেই জিতেছে রিয়াল। কোপা দেল রে নামে পরিচিত স্প্যানিশ কাপের ম্যাচে লেগানেসকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এ বছর আগের দুই ম্যাচে হোঁচটের পর জয়ের দেখা পেল ফেভারিটরা। অবশ্য এদিনও প্রথম গোলটা পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। সার্জিও রামোসের স্পট কিকে ব্যবধান গড়ে রিয়াল।

খেলার ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ভিনিসিউস জুনিয়রের পাস ধরে গোল করেন লুকাস ভাসকেস। এরপর ৭৭তম মিনিটে ওদিওসোলার ভাসানো ক্রসে অসাধারণ এক ভলিতে দলের হয়ে তিন নম্বর গোলটি করেন ভিনিসিউস।

বুধবার লেগানেসের মাঠে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

এদিকে জেসুসের দাপটে গোল উৎসব করে জিতেছে ম্যানসিটি। বার্টন অ্যালবিওনকে উড়িয়ে লিগ কাপের ফাইনালের সুবাস পাচ্ছে দলটি। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রথম লেগে পেপ গার্দিওলার দল জিতেছে অনায়াসে।

ম্যাচে জেসুস করেন ৪ গোল। বাকী পাঁচটি গোল করেন কেভিন ডি ব্রুইনে, ওলেকসান্দের জিনচেঙ্কো, ফিলিপ ফোডেন, কাইল ওয়াকার ও রিয়াদ মাহরেজ।

অন্যদিকে ফের গোল পেলেন নেইমার। তবে জিততে পারেনি তার দল। ফরাসি লিগ কাপে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে সেমিফাইনালে উঠেছে গ্যাঁগো। বুধবার রাতের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে নেইমারদের হারায় অখ্যাত দলটি।


এ সম্পর্কিত আরও খবর