দর্শক জমাতেই বিপিএলের সময়ে বদল

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-24 03:16:12

টুর্নামেন্টের আট ম্যাচ পরে এসে বদলে গেলো বিপিএলের ম্যাচ শুরুর সময়। নতুন সময় কার্যকর হবে ১১ জানুয়ারি, শুক্রবার থেকে। প্রতি শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সেদিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৭টায়। 

শুক্রবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে ষষ্ঠ বিপিএলের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এবং দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় ৩০ মিনিটে।

বিপিএলের কর্তারা জানান-টুর্নামেন্টের সব ভেন্যুতেই নতুন এই সময়সুচি কার্যকর হবে।

-হঠাৎ টুর্নামেন্টের সপ্তাহ পার হওয়ার পর কেন এই সময়ে বদল? এই প্রশ্নের উত্তরে বার্তা২৪কে বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস জানালেন-মুলত বিপিএলের মাঠে দর্শক ফেরাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। বিস্তারিত ব্যাখায় তিনি বলছিলেন-‘ আগে প্রথম ম্যাচের শুরুর সময় ছিলো দুপুর ১২টা ৩০ মিনিটে। এই সময়ে খেলা দেখতে দর্শকরা মাঠে আসার উদ্যোগ নিলে তাকে আরো অন্তত ঘন্টা খানেক সময় নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে লাঞ্চের সময়টাও তাকে মাঠেই কাটাতে হয়। লাঞ্চের সেই ঝক্কি এড়াতেই দিনের প্রথম ম্যাচে দর্শকরা মাঠে আসছেন না। তাই আমরা দিনের প্রথম ম্যাচ লাঞ্চের সময়ের খানিকটা পরেই শুরুর সিদ্ধান্ত নিয়েছি।’

টুর্নামেন্ট শুরু হয়েছে ৫ জানুয়ারি। ১০ জানুয়ারি পর্যন্ত হয়েছে সবমিলিয়ে ৮টি ম্যাচ। তবে কোন ম্যাচেই দর্শক গ্যালারি বিপিএল কর্তাদের মন ভরাতে পারেনি। কোন কোন ম্যাচে তো গ্যালারি প্রায় পুরোটাই ফাঁকা! ২২ গজের লড়াইয়ে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি খেলছেন। সঙ্গে আছেন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের মতো তারকা ক্রিকেটার। অথচ তাদের খেলা দেখার জন্য গ্যালারিতে দর্শকই নেই!

প্রতি ম্যাচেই ক্রিকেটারদের শুনতে প্রশ্নটা শুনতে হচ্ছে-শূন্য গ্যালারির সামনে ক্রিকেট খেলতে তেমন লাগে?

-বেখাপ্পা নিশ্চয়ই!

চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিক রহিমের ব্যাখাটা অবশ্য একটু অন্যরকম-‘সবাই এখন মোবাইলে লাইভ খেলা দেখতে পারে। বাসায় বসে বসে আরাম করে দেখতে পারে। যখন বাইরে কাজ করে তখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে। আগে আবাহনী- মোহামেডানের লিগের যে খেলা হতো, সেই খেলা অন্য কোথায় দেখার সুযোগ থাকতো না, তখন অনেক দর্শক মাঠে হতো।’

মুশফিক ক্রিকেট দর্শকদের মাঠে এসে খেলা দেখার আহবান জানাচ্ছেন-‘আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো এত বড় বড় খেলোয়াড় আসছে-স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড; এদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাহলে আর কোথায় দেখবেন!’

এ সম্পর্কিত আরও খবর