‘ফিনিশার’ ধোনিকে পেয়ে খুশি রোহিত

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 10:33:25

দিন কয়েক আগেই ব্যক্তিগত জীবনে দারুণ এক খুশির খবরটা পেয়েছেন তিনি। সন্তানের বাবা হয়েছেন। কন্যার মুখ দেখতে সিডনি টেস্ট রেখেই ফিরে যান ভারতে। সেই খুশির রেশ নিয়েই আবারো অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন রোহিত শর্মা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জয়ের পর এবার ওয়ানডে মিশন। শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত।

টেস্ট সাফল্যের পর এমনিতেই ভারতের আত্মবিশ্বাস তুঙ্গে। এরমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাকে পেয়ে দারুণ খুশি দলটির ক্রিকেটাররা। এমন কী বৃহস্পতিবার ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট জানালেন ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় মহেন্দ্র সিংহ ধোনির উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

সিডনিতে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলছিলেন, ‘দীর্ঘদিন ধরেই আমাদের ড্রেসিংরুম ও মাঠে ধোনি ভরসার প্রতীক হয়েই আছেন। তিনি থাকা মানেই একটা এটা ধীর-স্থীর পরিবেশ। অধিনায়কের কাজেও ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দেখুন, ধোনি জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে। অনেক সাফল্য এসেছে ওর হাত ধরে।’

অবশ্য ধোনিকে নিয়ে আলোচনার শেষ নেই। অনেকেই আবার সাবেক এই অধিনায়ককে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। বিশেষ করে তিনি আগের মতো ‘ফিনিশার’ নন, এমন একটা বিতর্কও উঠেছে। বিশ্বকাপের আগে তাকে দল থেকে বাদের কথাও বলেছেন অনেকে। তবে রোহিত শর্মা জানাচ্ছিলেন, ‘ধোনির ফিনিশিং টাচ খুব জরুরি। ও অনেক ম্যাচ জিতিয়েছে আমাদের। ওর পরামর্শ, ওর উপস্থিতি আমাদের কাছে বড় ব্যাপার।’

এ সম্পর্কিত আরও খবর